শাহরুখের হাতে পুরস্কার, আইফায় বাজিমাত করলেন কারা
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) এবারের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ২৭ সেপ্টেম্বর মরু শহরে শুরু হয় দুই দিনের এই আয়োজন। গত রাতে ঘোষণা করা হয় পুরস্কার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। গত বছর তাঁর মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘জওয়ান’-এর জন্য এ পুরস্কার পান তিনি।
পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ৫৮ বছর বয়সী অভিনেতা বলেন, ‘কেবল এটাই বলতে চাই, ফিরতে পেরে দারুণ লাগছে। আমি পুরস্কার ভালোবাসি, পুরস্কার নিয়ে আমার লোভ আছে...আমার মনে হয়, অনেক দিন পর কাজে ফিরে আমি দর্শকের ভালোবাসা পেয়েছি।’
গত বছর চার বছরের বিরতির পর বড় পর্দায় ফেরেন শাহরুখ, তাঁর অভিনীত তিনটি সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ বক্স অফিসে সাফল্য পায়।
পর্দায় শাহরুখের সঙ্গে অনেক ছবিতে জুটি হয়েছেন রানী মুখার্জি। তিনি এবারের আইফায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি।
ছবিতে তাঁকে সন্তানের জন্য লড়াইয়ে নামা এক মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’ গত বছর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়, ছবিতে পরিচালকের নারীবিদ্বেষী মনোভাব ফুটে উঠেছে—এ কারণে সমালোচিতও হয়। তবে আইফায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছে ছবিটি। সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘অ্যানিমেল’।
এ ছাড়া ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন অনিল কাপুর। ববি দেওলের হাতে উঠেছে সেরা খল অভিনেতার পুরস্কার।
‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’র জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন শাবানা আজমি।
গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘টুয়েলভথ ফেল’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন বিধু বিনোদ চোপড়া।
‘অ্যানিমেল’ সিনেমার ‘অর্জুন ভেল্লি’ গানের জন্য সেরা গায়ক হয়েছেন ভুপিন্দর বাব্বাল। ‘জওয়ান’-এর ‘চলেয়া’র জন্য সেরা গায়িকা হয়েছেন শিল্পা রাও।
এ ছাড়া ভারতীয় সিনেমায় অসাধারণ অবদানের জন্য সম্মাননা জানানো হয়েছে হেমা মালিনী ও জায়ন্তিলাল গাডাকে।
এবারের আইফা সঞ্চালনা করেন শাহরুখ খান ও ভিকি কৌশল। মঞ্চে পারফর্ম করলেন কৃতি শ্যানন, নোরা ফতেহি, শাহিদ কাপুর, রেখা প্রমুখ।