পাপারাজ্জিদের আমন্ত্রণ জানিয়ে মেয়েকে দেখালেন দীপিকা-রণবীর
পাপারাজ্জিদের সঙ্গে তারকাদের নাকি দা-কুমড়ার সম্পর্ক। পাপারাজ্জিদের কারণে তারকাদের জীবন আর ব্যক্তিগত থাকে না। রেস্তোরাঁ, ব্যায়ামাগার থেকে বিমানবন্দর—সর্বত্রই হাজির থাকেন তাঁরা। সন্তান হলে তো কথাই নেই, অনেক ছবিশিকারি তক্কে তক্কে থাকেন তারকার শিশুসন্তানের ছবি তুলতে।
এটা নিয়ে বিরাট কোহলি-আনুশকা শর্মা, কারিনা কাপুর খান-সাইফ আলী খানের সঙ্গে প্রায়ই কাজিয়া লাগে আলোকচিত্রীদের। তবে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতি পাপারাজ্জিদের রীতিমতো দাওয়াত করে মেয়ে দুয়াকে দেখালেন। খবর হিন্দুস্তান টাইমসের
গত সেপ্টেম্বরে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মেয়ের নাম দুয়া। মেয়েকে একা হাতে সামলাচ্ছেন দীপিকা।
এ মুহূর্তে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। দীপাবলির দিন মেয়ের দুই পায়ের ছবি প্রকাশ্যে আনেন দীপিকা। যদিও দুয়ার প্রতিদিনের খুনসুটি নিয়ে নানা পোস্ট দেন অভিনেত্রী, তবু মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। এ ক্ষেত্রে প্রাক্তন রণবীর কাপুরের পথে হাঁটলেন দীপিকা।
রণবীর-আলিয়া মেয়ে রাহার ক্ষেত্রে প্রথমে মুখ দেখান আলোকচিত্রীদের। ঠিক একই কায়দায় সম্প্রতি মেয়ে দুয়াকে প্রকাশ্যে আনেন দীপিকা। তবে মেয়ের মুখ দেখান একমাত্র মুম্বাইয়ের আলোকচিত্রীদের।কিন্তু এখানেও ছিল একটি বড় শর্ত। দুয়ার সঙ্গে সাক্ষাৎ হলেও কোনোভাবেই তার ছবি তোলা যাবে না। ছবিশিকারিরাও সেই শর্ত মেনে নিয়েছিলেন।
কার মতো দেখতে হয়েছে দুয়া? আলোকচিত্রীরা জানান, মেয়ে দুয়া অনেকটাই দীপিকার মতো দেখতে। মেয়ের নাম থেকে মুখের গড়ন—সবেতেই দীপিকার প্রভাব। দীপিকাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ ছবিতে। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে তিনি আবার কবে শুটিংয়ে ফিরবেন, সে কথা এখনো জানাননি।