‘থ্রি ইডিয়টস’–এর সেই মিলিমিটার এখন কোথায়?
‘ক্যায়সে পেহচানেঙ্গে…মিলিমিটার আব সেন্টিমিটার হো গ্যায়া হ্যায়’—‘থ্রি ইডিয়টস’ সিনেমার সাড়া জাগানো এই চরিত্রের কথা মনে আছে? ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলের সেই ছোট্ট ছেলে মিলিমিটারের কথা! মনে পড়ে তাকে?
ছাত্রদের ব্যাগ মাথায় নিয়ে তাদের ঘরে পৌঁছে দেওয়া, খেতে দেওয়া, সবটাই করত মিলিমিটার। সেই সঙ্গে তার পাকা পাকা কথায় দারুণ আমোদিত হতো ভক্তরা।
সিনেমায় আমির খান অভিনীত চরিত্র র্যাঞ্চোর মতোই জনপ্রিয় হয়েছিল মিলিমিটারও। সবাই বলেছিলেন যে এই ছেলে বহুদূর যাবে। কিন্তু ‘থ্রি ইডিয়টস’–এরপর কেটে গেল ১৪টি বছর! এখন কোথায় সেই মিলিমিটার? যে ছেলের নামও অনেকে জানেন না! মনে হচ্ছে, ছবির সংলাপটি যেন সত্যি হয়ে ধরা দিয়েছে মিলিমিটারের জীবনে।
ছেলেটির নাম রাহুল কুমার। মাত্র তিন বছর বয়সে অভিনয় শুরু। ‘ওমকারা’ সিনেমায় সাইফ আলী খানের ছেলের চরিত্রে অভিনয় করেন। সেই দক্ষতা দেখে ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় মিলিমিটার চরিত্রে নেওয়া হয়েছিল তাঁকে। মূলত তাঁর জন্যই বানানো হয়েছিল চরিত্রটি। সিনেমা মুক্তির পরের ঘটনা সবারই জানা। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন রাহুল ওরফে মিলিমিটার।
তখন মিলিমিটার চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, রণবীর কাপুর ও আর বালকির সঙ্গে বিজ্ঞাপনেও অভিনয় করেছেন রাহুল। ‘বন্দিশ ব্যানডিটস’ নামের ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
২০১৫ সালে মুক্তি পায় রাহুল অভিনীত সিনেমা ‘দ্য থিফ’, ২০১৭ সালে ‘ব্রুনি’, ২০১৭ সালে ‘জু’এবং ২০২১ সালে ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’। তাঁর অভিনীত ধারাবাহিকগুলো হলো ‘ধর্মক্ষেত্র’, ‘ফির ভি না মানে’, ‘ইয়াম হ্যায় হাম’, ‘নিলি ছাত্রিওয়ালে’ ইত্যাদি আরও অনেক।
যদিও ‘থ্রি ইডিয়টস’–এর মিলিমিটারের মতো আর কোনো প্রজেক্টেই নজরে আসতে পারেননি রাহুল। কেউ কেউ বলেন, তরুণ বয়সের রাহুলের সঙ্গে আগের মিলিমিটারের তেমন মিল নেই। সে কারণেই তাঁকে কেউ চিনতে পারছেন না।
শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমায়ও অভিনয় করেছিলেন রাহুল। কিন্তু তাঁর দৃশ্যটি বাদ দেওয়া হয়। প্রিমিয়ারে রাজকুমার হিরানির সঙ্গে ছবি পোস্ট করে সেই আক্ষেপের কথা নিজেই বলেন রাহুল। বর্তমানে অভিনয়ের পাশাপাশি গানবাজনায়ও মন বসিয়েছেন সবার প্রিয় সেই মিলিমিটার।