খুনের অভিযোগে আটক একই চেহারার দুই ব্যক্তি, এরপর যা হলো

‘গুমরাহ’ ছবির পোস্টার
আইএমডিবি থেকে নেওয়া

শহরে ঘটে গেল নৃশংস এক হত্যাকাণ্ড। খুনি ধরতে মরিয়া পুলিশ। কিন্তু কোনো ক্লু মিলছে না। হঠাৎ সিসি টিভির ফুটেজে মিলল সম্ভাব্য খুনির চেহারা, তাকে ধরাও হলো। কিন্তু সে অস্বীকার করল খুনের কথা। এর মধ্যেই ঘটনায় নতুন মোড়, আটক করা হলো হুবহু চেহারার আরেকজনকে। কে আসলে খুন করেছে? এমন গল্প নিয়ে নতুন হিন্দি সিনেমা ‘গুমরাহ’। গত বৃহস্পতিবার মুম্বাইতে হয়ে গেল ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। খবর এনডিটিভির।

দক্ষিণি ছবির নিয়মিত খবর রাখা দর্শকেরা এতক্ষণে বুঝে গেছেন এটি ‘থাডাম’ ছবির গল্প এটি।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আদিত্য ও ম্রুণাল
এএফপি

২০১৯ সালে মুক্তির পর ব্যাপক জনপ্রিয় হয় তামিল ক্রাইম থ্রিলার ছবিটি। পরে তেলেগুতেও রিমেক হয় ছবিটি। এবার আসছে হিন্দি রিমেক।

আরও পড়ুন

থাডামের হিন্দি রিমেক গুমরাহর পরিচালক বর্ধন কুমার। এটি আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সাম্প্রতিক সময়ে বেশির ভাগ দক্ষিণি সিনেমার হিন্দি রিমেক বক্স অফিসে সাফল্য পায়নি। এবার দেখা যায় গুমরাহর ভাগ্যে কী আছে।

গুমরাহয় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। সম্ভাব্য দুই খুনির চরিত্রে দেখা যাবে তাঁকে। দুই চরিত্রের একটি বুদ্ধিমান, অন্যটি হাবাগোবা টাইপের। ছবিতে তদন্তকারী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার চরিত্রে দেখা যাবে রোনিত রায়কে।

ম্রুণাল ঠাকুর
এএফপি

২০২১ সালের দশেরা উৎসবের সময় শুরু হয় গুমরাহর শুটিং। দ্বিতীয় কিস্তির শুটিং হয় গত বছর। ২০২২ সালের জুলাইতে শেষ হয় পুরো ছবির শুটিং।
মুক্তির আগে বিক্রি হয়ে গেছে ছবিটির স্যাটেলাইট ও ওটিটি স্বত্ব যা কিনেছে যথাক্রমে সনি ম্যাক্স ও নেটফ্লিক্স।

গত বৃহস্পতিবার মুম্বাইতে ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছবিটি সম্পর্কে কথা বলেন শিল্পীরা।

আদিত্য রায় কাপুর
এএফপি

ম্রুণাল বলেন, ‘আমি প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করলাম। ছবিটির চরিত্র করা আমার জন্য খুবই কঠিন ছিল। মাঝেমধ্যেই পরিচালককে বলেছি, আমাকে দিয়ে বোধ হয় আর হবে না। আমি খুবই খুশি শেষ পর্যন্ত শেষ করতে পরেছিলাম।’

আরও পড়ুন

আদিত্য রায় কাপুর বলেন, ‘দ্বৈত চরিত্র করা সব সময়ই বড় চ্যালেঞ্জ, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সৎভাবে পর্দায় অভিনয় করতে।’