সিলন মেলোডিস: গান লেখার প্রতিযোগিতায় অভাবিত সাড়া
সিলন চায়ের প্ল্যাটফর্ম থেকে শুরু হয়েছে বাংলায় প্রেমের গানের লিরিক লেখার প্রতিযোগিতা সিলন মেলোডিস। এই প্রতিযোগিতার প্রথম সাত দিনে জমা পড়েছে ৬ শরও বেশি লিরিক। অংশগ্রহণকারীদের অভাবিত এই সাড়ায় আপ্লুত বিচারকেরাও।
সিলন মেলোডিস-এ বিচারক হিসেবে আছেন সংগীতাঙ্গনের তিন পরিচিত মুখ নকীব খান, কবির বকুল ও বাপ্পা মজুমদার। এই তিন বিচারক নতুন গীতিকারদের উদ্দেশে কিছু পরামর্শও দিয়েছেন কীভাবে সুন্দর একটি লিরিক লেখা যায় এ ব্যাপারে।
নকীব খান বলেছেন, ‘একটি ভালো গানে প্রথমত একটি থিম থাকতে হবে। একটি গল্প থাকতে হবে। গানের কথায় থিমটা যেন পুরোপুরি প্রতিফলিত হয়, তা খেয়াল রাখতে হবে। সহজ ভাষায়, সহজ কথায় মনের ভাবটা তুলে ধরতে হবে।’
বাপ্পা মজুমদার বলেছেন, ‘লিরিক ব্যাপারটা আমার কাছে একটা বড় গল্পকে ছোট করে উপস্থাপন করা। এই গল্পে একটা ভূমিকা থাকবে, একটা প্রেক্ষাপট থাকবে, সবশেষে থাকবে উপসংহার। লিরিকে যেন অবশ্যই একটি অবস্থা বা মানুষের মনের কোনো একটা অনুভূতিকে তুলে ধরে। লিরিকের ভাষা যত সহজ হবে তত ভালো। কিন্তু অবশ্যই যেন তার কাব্যময়তা থাকে।’
কবির বকুল বলেছেন, ‘বাংলায় সংগীত প্রতিভা অন্বেষণের অনেক উদ্যোগ আমরা দেখেছি। বিশেষ করে সংগীত শিল্পী খুঁজে বের করার অনেক আয়োজন হয়েছে। কিন্তু এবার গীতিকার খুঁজে বের করার উদ্যোগ। যেটি অনন্য। আশা করি এই আয়োজনের মাধ্যমে বাংলা গানের জগতে আমরা বেশ কিছু নতুন প্রতিভাকে পাব, যাদের লেখা গানে আমাদের বিশাল সংগীতজগত আরও সমৃদ্ধ হবে।’
প্রেমের একান্ত অনুভূতি নিয়ে বাংলায় লেখা গানের কথার এই প্রতিযোগিতায় সেরা দশ গান পাবে ২৫ হাজার টাকা করে পুরস্কার৷ নির্বাচিত লিরিকগুলো নিয়ে দেশের খ্যাতনামা সুরকারেরা গান বাঁধবেন। বানানো হবে মিউজিক ভিডিও। পুরস্কার জেতার পাশাপাশি গান লিখে নিজের নাম ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে এই প্রতিযোগিতা।
আয়োজকেরা জানিয়েছেন, শুধু নিজের লেখা প্রেমের গানের নতুন লিরিক নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। পেশাদার গীতিকাররা এতে অংশ নিতে পারবেন না। প্রতিযোগিতাটি শুধু বাংলাদেশের নাগরিকদের জন্য। একজন প্রতিযোগী একাধিক লিরিক পাঠাতে পারবেন।
লিরিক পাঠানোর শেষ সময় ১০ আগস্ট ২০২০। লিরিক পাঠানোর ঠিকানা: [email protected]। বিস্তারিত জানা যাবে সিলন টি-এর ফেসবুক পেজে।