জায়েদকে 'অবাঞ্ছিত', মিশাকে সতর্ক করা হবে
নিয়ম অমান্য এবং চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের উসকানি দেওয়াসহ নানা অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করতে যাচ্ছে চলচ্চিত্রের ১৭ সংগঠন। অনিয়মের কারণে মিশা সওদাগরকেও সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ১৭ সংগঠনের নেতারা সভা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
আগামীকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে। সে সময় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগের বিস্তারিত তুলে ধরা হবে। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘জায়েদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা যাচাই-বাছাই করেছি। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দিয়েছি। কিন্তু তিনি আমাদের মিটিংয়ে আসেননি।’
প্রযোজক সমিতির আরেক সদস্য মোহাম্মদ ইকবাল বলেন, ‘চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নীতিমালার বিপক্ষে অবস্থান নেওয়া, ক্ষমতার অপব্যবহার করে চলচ্চিত্রের মানুষদের হয়রানি, শিল্পীদের মধ্যে বিভেদ সৃষ্টি, চলচ্চিত্র উৎসবের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে জায়েদ খানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে চলচ্চিত্রের ১৭ সংগঠন। এমনকি প্রযোজক সমিতির সদস্য হয়েও সংগঠনের “স্বার্থবিরোধী” কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে জায়েদ খানকে দুবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি সেই চিঠির কোনো উত্তর দেননি। তাই সবাই মিলে তাঁকে অবাঞ্ছিত করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।’
এ প্রসঙ্গে জানতে জায়েদ খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি বিভিন্ন মাধ্যমে পাঠানো খুদে বার্তার সাড়াও দেননি।