নূরের কণ্ঠ, কামাল চৌধুরীর কবিতার ভিডিওচিত্র
‘তোমার পৃথিবী চিনতে পার না’ শিরোনামে অসাধারণ এক কবিতা লিখেছেন কবি কামাল চৌধুরী। সেখানে করোনা উপদ্রুত পৃথিবীর ছবি তুলে ধরেছেন তিনি। দরদভরা কণ্ঠে সেই কবিতাটি আবৃত্তি করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা ও আবৃত্তিকার আসাদুজ্জামান নূর। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই আবৃত্তির একটি ভিডিওচিত্র।
গত ১১ এপ্রিল ‘তোমার পৃথিবী চিনতে পার না’র আবৃত্তির ভিডিওচিত্র প্রকাশ করেছে সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকার ফেসবুক পেজ। সেখানে দেখা যায় করোনার আঘাতে জনশূণ্য পৃথিবীর বড় বড় সব শহর। করোনার আঘাতে নিস্তব্ধ পড়ে আছে। নেপথ্যে আবৃত্তিকারের কণ্ঠে কবির পঙক্তি। সেখানে কবি বলেছেন, একটি ভাইরাস কীভাবে মানুষের ক্ষমতার দম্ভকে নিঃস্ব করে দিয়েছে। কবিতার শেষাংশে রয়েছে আশার বাণী। সেখানে কবি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বিজয়ী মানুষের সঙ্গে সবুজ পাতারাও একদিন ঝলমলিয়ে হেসে উঠবে।
কেবল আবৃত্তি নয়, ধ্বনিচিত্রের এ ভিডিওটির শেষে কবিতার কয়েকটি চরণ গেয়েছেন শিল্পী নকীব খান। সে অংশটুকুর সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। আর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।