ডোভার লেন মিউজিক কনফারেন্স পণ্ডিত রবিশঙ্করকে উৎসর্গ
পণ্ডিত রবিশঙ্করের জন্মশতবর্ষ উদ্যাপন করা হচ্ছে এ বছর। তাই এবার ৬৮তম ডোভার লেন মিউজিক কনফারেন্স প্রখ্যাত এই সংগীত ব্যক্তিত্বের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। এ বছর ‘সংগীত সম্মান’ পাচ্ছেন বিশিষ্ট তবলাশিল্পী আশীষ খান। ২২ থেকে ২৫ জানুয়ারি কলকাতায় রবীন্দ্রসরোবরের পাশে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে শাস্ত্রীয় সংগীতের এই উৎসব। গতকাল শুক্রবার পার্ক স্ট্রিটের বেঙ্গল ক্লাবে সংবাদ সম্মেলনে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেখানে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, বিদুষী শাশ্বতী বাগচি, অনুরাধা পাল, মিতা নাগ, শুভংকর বন্দ্যোপাধ্যায়, সমর সাহা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছিলেন উৎসবের পৃষ্ঠপোষক এ কে চন্দ্র ও সঞ্জয় বুধিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬৮তম ডোভার লেন মিউজিক কনফারেন্সের অন্যতম আকর্ষণ প্রথম দিন অনুরাধা পালের নেতৃত্বে নারী বাদ্যযন্ত্র শিল্পীদের পরিবেশনায় ‘স্ত্রী শক্তি’। দ্বিতীয় দিন থাকছেন বংশীবাদক হরিপ্রসাদ চৌরাসিয়া, তৃতীয় দিন পণ্ডিত অজয় চক্রবর্তী আর চতুর্থ দিন ওস্তাদ রশিদ খান। এ ছাড়া থাকবেন পণ্ডিত যশরাজ এবং সরোদবাদক আমন আলী বাঙ্গাশ। আরও থাকবে নতুন প্রতিভাবান শিল্পীদের পরিবেশনা।
পণ্ডিত অজয় চক্রবর্তী জানান, ডোভার লেন মিউজিক কনফারেন্স এবার ৬৮ বছরে পা দিচ্ছে আর তাঁর নিজেরও বয়স ৬৮। বললেন, ‘আজকের ফাস্ট ফুড আর হোম ডেলিভারির যুগে রাগাশ্রয়ী গান শোনার লোক কম। তবু ডোভার লেন মিউজিক কনফারেন্স নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের আগ্রহ এই আয়োজনকে সার্থক করেছে। ক্রিকেটে যেমন টোয়েন্টি টোয়েন্টি ঘিরে অন্য রকম উত্তেজনা থাকে, আমার বিশ্বাস, তেমনিভাবে ২০২০ সালের ৬৮তম ডোভার লেন মিউজিক কনফারেন্স নিয়ে আলাদা উন্মাদনা তৈরি হবে।’
ডোভার লেন মিউজিক কনফারেন্সের সেক্রেটারি অভিজিৎ মজুমদার বলেন, ‘যাতে একঘেয়ে না লাগে, সেদিকটা মাথায় রেখে পুরো আয়োজন সাজানো হচ্ছে। সবকিছু ঘুরিয়ে–ফিরিয়ে করার চেষ্টা করছি। আশা করছি সবার ভালো লাগবে।’