এক টিকিটেই ১১ ছবি
আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পাওয়া ছবি, ‘ইতি, তোমারই ঢাকা’। এই ছবির ক্রিয়েটিভ প্রযোজক আবু শাহেদ ইমন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। বর্তমান সময়ের ঢাকা শহরের ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নির্মিত অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।
এই ছবি দর্শক কেন দেখবেন? উত্তরে আবু শাহেদ ইমন বলেন, ‘এক টিকিটেই ১১টি ছবি দেখার সুযোগ মিলবে। প্রতিটি গল্পই ঢাকা শহরের সঙ্গে এই শহরের মানুষের অনুভূতি নিয়ে বানানো। এই শহরটিকে তো ভালোবাসা কঠিন। এই ছবিটিকে বলা যায়, এই ঢাকা শহরের প্রতি একটি প্রেমপত্র।’
কয়টি হলে মুক্তি দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিচালক জানিয়েছেন, ঢাকা শহরের ১০-১২টি উল্লেখযোগ্য হলে মুক্তি দেওয়া হবে। ২ ঘণ্টা ১৬ মিনিট দৈর্ঘ্যের এই ছবির নির্বাহী প্রযোজক ফরিদুর রেজা সাগর, ইবনে হাসান খান ও ক্রিয়েটিভ প্রযোজক আবু শাহেদ ইমন।
এই একটি ছবিতে অভিনয় করেছেন ৫৪ জন জনপ্রিয় বাংলাদেশি তারকা। দেখা যাবে ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেককে। এই ছবিতে অভিনয়শিল্পী হিসেবে আবারও দেখা দেবেন গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও বিজ্ঞাপন নির্মাতা গাউসুল আলম শাওন।
প্রতিটি গল্পের দৈর্ঘ্য ১০ থেকে ১২ মিনিট। ছবিগুলো নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিন নূর ও তানভীর আহসান।
১২ জন মিলে লিখেছেন ছবির চিত্রনাট্য। সিনেমাটোগ্রাফার আটজন। সম্পাদনাও হয়েছে আটজনের হাতে। মিউজিকও করেছেন আটজন মিলে। এর ভেতর চিরকুটের পাভেল দুটি গল্পে সংগীতায়োজন করেছেন। ১১ জন নির্মাতা ক্যামেরা দিয়ে নিজেদের গল্প বলছেন। সেসব গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’।
গত বছরের অক্টোবরে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘ইতি, তোমার ঢাকা’র। ইতিমধ্যে বিশ্বের সব মহাদেশ ঘুরে ফেলেছে এই ছবি। দেখা দিয়েছে ২৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এর ভেতর বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতেছে। কুড়িয়েছে প্রশংসা স্তবকও।
মোদ্দাকথা, গত বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে বাংলাদেশি চলচ্চিত্রগুলোর নাম সবচেয়ে বেশি আলাপের সূত্রপাত ঘটিয়েছে, তার ভেতর অন্যতম ‘ইতি, তোমারই ঢাকা’। এবার নিজের দেশের মানুষ কতটা আপন করে নেয় এই ছবিকে, সেটিই দেখার বিষয়। আর ১৬ দিন। তারপর সময়েই মিলবে আকাঙ্ক্ষিত সেই প্রশ্নের উত্তর।