শাম্মীকে শ্রদ্ধা জানিয়ে গাইবেন মুন্নী
আজ শুক্রবার রাতে সরাসরি গাইবেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। শিল্পী শাম্মী আখতারকে শ্রদ্ধা জানিয়ে তাঁরই গানগুলো গাইবেন তিনি। এ ছাড়া জানালেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সংগীত নিয়ে নিজের ব্যস্ততার কথা।
মুন্নী বলেন, ‘এ অনুষ্ঠানে সংগীতশিল্পী শাম্মী আখতারকে শ্রদ্ধা জানানো হবে। তাঁর বিখ্যাত গানগুলোই আমি গাইব। সেগুলোর মধ্যে থাকবে “ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না”, “আমার বাউল মনের একতারাটা”, “আমি যেমন আছি তেমন রব”, “আমি তোমার বধূ তুমি আমার স্বামী”, “মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা” গানগুলো।’
আগামী সেপ্টেম্বর মাস থেকে বছরের শেষ পর্যন্ত মুন্নী ব্যস্ত থাকবেন দেশ–বিদেশের মঞ্চ ও টেলিভিশনের গানের অনুষ্ঠান নিয়ে। তিনি বলেন, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে অক্টোবর পর্যন্ত টানা এবং নভেম্বর ও ডিসেম্বরের কিছু সময় দেশের বাইরে শো আছে। পাশাপাশি বেশ কিছু টেলিভিশনে রেকর্ডিংও আছে। ডিসেম্বর মাসে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে গান করার কথা চলছে।
দেশ টিভিতে ‘কলের গান’ অনুষ্ঠানটি দেখানো হবে আজ শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে।