প্রথমবার ওয়েব সিরিজে মোশাররফ করিম
এবার ওয়েব সিরিজে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছয় পর্বের ওয়েব সিরিজটির তিন লেখকেরও একজন এই অভিনেতা। তাঁর সঙ্গে লেখক হিসেবে আরও আছেন শামীম জামান ও ফজলুল সেলিম। তবে মূল গল্প ও সিরিজটি পরিচালনা করেছেন শামীম জামান।
কদিন আগে এই সিরিজের শুটিং হলো মালয়েশিয়ার পুত্রজায়াসহ আশপাশের বিভিন্ন এলাকায়। মোশাররফ করিম ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন শামীম জামান, নাবিলা ইসলাম, ফারুক আহমেদ, তারেক স্বপন ও মালয়েশিয়ান অভিনেত্রী ফারাহ। এরই মধ্যে শুটিং শেষ করে দেশে ফিরেছেন পরিচালক শামীম জামান। দেশে ফিরে তিনি বললেন, ‘দারুণ একটা গল্প। প্রাথমিকভাবে নাম দিয়েছি আলটিমেটাম। তবে নাম পরিবর্তন হতে পারে।। বঙ্গ বিডির জন্য নির্মাণ করা হয়েছে। দর্শকেরা উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’
এখন মালয়েশিয়ায় আছেন মোশাররফ করিম। সেখান থেকে ফেসবুকের মাধ্যমে কথা হয় তাঁর সঙ্গে। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘অভিনয়ের সময় আমি আসলে জানি না, এটা ওয়েব সিরিজ, নাকি নাটক। আমার কাছে গল্প ও চরিত্রটাই গুরুত্বপূর্ণ। আমার চরিত্রটাই ঠিকঠাক করার চেষ্টা করেছি। ওয়েব সিরিজ বা নাটক—যেটাই বলি, অভিনয়ের পাশাপাশি মিউজিক, সম্পাদনা সবই গুরুত্বপূর্ণ। আশা করছি, সব মিলিয়ে ভালোই হবে।’
জানা গেছে, প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ১০ মিনিট। ছয় পর্বের সিরিজটিতে মোট ৬০ মিনিটের একটা গল্প দেখবেন দর্শক। কমেডিনির্ভর গল্পটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘গল্পে দেখা যাবে, দেশে বিয়ে করে রেখে মালয়েশিয়া যান মোশাররফ করিম। সেখানে গিয়ে বিশেষ কারণে আরেকটা বিয়ে করেন। কিছুদিন পর দেশ থেকে এই বউও মালয়েশিয়া চলে যান। তারপর কী পরিণতি হয়, সেটাই দেখা যাবে গল্পে।’
এই সিরিজে অভিনয় শেষ করে এরই মধ্যে দেশে ফিরেছেন অভিনেত্রী নাবিলা। তিনি বলেন, ‘আমরা তিন দিনে কাজটি শেষ করেছি। সবার মধ্যেই ভালো করার চেষ্টা ছিল। গল্পটাও বেশ ভালো। আর মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার আলাদা একটা মজা আছে। অনেক কিছু শেখা যায়। এ সুযোগ হাতছাড়া করতে চাই না।’
পরিচালক শামীম জামান জানান, খুব তাড়াতাড়ি বঙ্গ বিডিতে সিরিজটির প্রচার শুরু হবে।