কানাডার চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি সিনেমা ‘অন্যদিন...’
যুক্তরাষ্ট্রের ক্যামডেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার কানাডার ভ্যানকুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে নির্মাতা কামার আহমাদ সাইমনের চলচ্চিত্র ‘অন্যদিন...’। ২৯ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলবে উৎসবটি। এতে ৭৫টি দেশ থেকে ১৩৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১০২টি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্বাচিত হয়েছে। উৎসবের একমাত্র বাংলাদেশি সিনেমা ‘অন্যদিন...’।
গত নভেম্বরে ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল আমস্টারডামে (ইডফা) প্রতিযোগিতা করেছিল ‘অন্যদিন...’। সেখানে বিশ্বের সবচেয়ে সুন্দরতম থিয়েটার বলে পরিচিত তুসান্সকিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ছবিটির। কামার আহমাদ সাইমনের ‘জল’ত্রয়ীর (ওয়াটার ট্রিলজির) দ্বিতীয় ছবি ‘অন্যদিন...’। প্রথমটি ‘শুনতে কি পাও!’
আন্তর্জাতিক উৎসবে বেশ প্রশংসিত হয়। লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর্সের উদ্বোধনী ছবি ও প্রাচীনতম প্রামাণ্য উৎসব ডক লাইপজিগের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছিল ‘শুনতে কি পাও!’। এই ছবি কামারকে এনে দিয়েছে অনেক আন্তর্জাতিক সম্মাননা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
‘জল’ত্রয়ীর দ্বিতীয় ছবি ‘অন্যদিন...’–এর স্ক্রিপ্টের জন্য ২০১৬ সালে বিশ্বচলচ্চিত্র মঞ্চ পিয়াৎজা গ্রান্দার রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা পেয়েছিলেন কামার, সেই সঙ্গে পেয়েছিলেন লোকার্নোর ওপেন ডোর্সের শ্রেষ্ঠ পুরস্কার এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ। এরপরের বছর এই একই স্ক্রিপ্টের জন্য কান চলচ্চিত্র উৎসবের সিনেফন্ডেশনের লাএতেলিয়ারে নিমন্ত্রণ পেয়েছিলেন তিনি।
কামারের শেষ ছবি ‘নীল মুকুট’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ইডফার ওয়েবসাইটে ‘অন্যদিন...’ নিয়ে লেখা হয়েছে, ‘ফিলোসফিক্যাল ও ক্যালাইডোস্কপিক’। চলচ্চিত্র ম্যাগাজিন ভ্যারাইটি এক সপ্তাহে পরপর দুবার ছবিটি নিয়ে ফিচার করেছে। স্ক্রিন ডেইলি ‘অন্যদিন...’ সম্পর্কে লিখেছে, ‘মন্ত্রমুগ্ধকর, অসম্ভব নিমগ্ন...।’