জয়া ছাড়া এই নকশার পোশাক দেশের কোন দুই তারকার পরনে দেখা গেছে

একই ডিজাইনারের পোশাক একাধিক তারকার পরনে সাধারণত দেখা যায় না। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে কলকাতায় আয়োজন করা হয় ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। সেই অনুষ্ঠানে বাংলাদেশের জয়া আহসানের একটি গাউনের ছবি প্রকাশ্যে আসার পর আরও দুই তারকার একই নকশার পোশাকের ছবি নিয়ে ফেসবুকে আলোচনা হচ্ছে। চলুন, দেখে নেওয়া যাক আর কোন দুই তারকা একই নকশার পোশাক পরেছেন।
১ / ৬
বাংলাদেশি অভিনয়শিল্পী জয়া আহসান এখন আছেন কলকাতায়। ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’য় অংশ নিতে তিনি সেখানে আছেন। অনুষ্ঠানের আগের দিন আয়োজন করা হয় ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। প্রথমবারের মতো আয়োজিত এ অ্যাওয়ার্ডে বাজিমাত করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন তিনি। এ আয়োজনে বাংলাদেশি ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইনে জলপাই রঙের সাইনি সিল্ক হাইস্লিট গাউনে নজর কাড়েন জয়া। জলপাই রঙের গাউন পরিহিত জয়ার সেই ছবি ফেসবুকে আসার পর থেকেই চর্চা হতে থাকে।
২ / ৬
‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’–এ ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কারের খেতাব জয়ের পর জয়া আহসান একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন। জয়ার সেই পোস্ট শেয়ার করেন ডিজাইনার তাঁর পেজে। সেখানে জয়ার উদ্দেশে লেখা হয়েছে, ‘জাদুতে আপনি অতুলনীয়। যতই বাধা আসুক, নীতিতে আপনি অবিচল থাকেন এবং আপনার ভবিষ্যৎ অসীম। আপন শক্তিতে এগিয়ে চলুন এবং বিশ্বকে আপনার অবস্থান জানিয়ে দিন।’ ডিজাইনারের এমন পোস্টে মন্তব্য করে জয়া লিখেছেন, ‘প্রত্যেকে তোমার এই গাউন ভীষণ পছন্দ করেছে।’
৩ / ৬
‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জেতা নিয়ে জয়া আহসানের সেই পোস্টে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সাত হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য এসেছে ছয় শতাধিক এবং ৭৫ জন শেয়ার করেছেন। বেশির ভাগ মন্তব্যকারী জয়ার এমন প্রাপ্তিতে শুভকামনা জানিয়েছেন।
৪ / ৬
জয়া আহসানের পরনে জলপাই রঙের যে গাউনটি দেখা গেছে, সেটি তাঁর আগে আরও দুই তারকা পরিধান করেছেন। চলচ্চিত্র–সংশ্লিষ্ট বেশির ভাগ গ্রুপে সেই দুই তারকার স্থিরচিত্রকে জয়ার পোস্ট করা স্থিরচিত্রের সঙ্গে কোলাজ করে পোস্ট করা হয়েছে।
৫ / ৬
ডিজাইনারের ফেসবুক পেজ থেকে দেখা গেছে, গত বছরের অক্টোবরে একই গাউন পরে ফটোশুটে অংশ নিয়েছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ সাফা কবির।
৬ / ৬
সাফা কবিরের আগে একই ডিজাইনের গাউন পরিধান করে ফটোশুটে অংশ নেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এই চিত্রনায়িকা জলপাই রঙের সাইনি সিল্ক হাইস্লিট গাউনের বেশ কয়েকটি স্থিরচিত্র তাঁর ফেসবুকে পোস্ট করেছেন।