বৈশাখের সাজে অপু, মিম, মেহজাবীন, ভাবনা, সাবিলারা

বাংলা নতুন বছর শুরু হয়েছে। নতুন বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ছোট ও বড় পর্দার তারকারাও। চলুন দেখে আসি কোন তারকা কী করেছেন, সাজপোশাক কেমন ছিল:
১ / ৯
চিত্রনায়িকা অপু বিশ্বাস সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘নতুন বছরে হোক মানুষের প্রতি সম্মান আর সহানুভূতির উজ্জ্বল উদাহরণ। শুভ নববর্ষ ১৪৩২।’
২ / ৯
বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘নতুন বছর হোক ভালোবাসায় পূর্ণ, স্বপ্নে ভরা। শুভ নববর্ষ।’
৩ / ৯
অভিনয়শিল্পী মম লিখেছেন, ‘মানুষের মুখের খুশি দেখার মতো আনন্দ আর কিছুতে নাই, নববর্ষের শুভেচ্ছা।’
৪ / ৯
অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনার মতে, নববর্ষ মানেই নতুন শাড়ি। সে বিষয় উল্লেখ করে ফেসবুকে লিখেছেন, ‘নববর্ষ মানেই আমার কাছে নতুন শাড়ি। জামদানি আমার পছন্দের, বাংলা নববর্ষের প্রথম দিনে ঐতিহ্যকে একটু ছুঁয়ে থাকার ইচ্ছা। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।’
৫ / ৯
একগুচ্ছ স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার বৈশাখ।’
৬ / ৯
তানজিন তিশা একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘শুভ নববর্ষ।’
৭ / ৯
এবারের ঈদে নাজনীন নীহা অভিনীত একাধিক নাটক প্রশংসিত হয়েছে। কোনো নাটকের ভিউ কোটিও ছাড়িয়েছে। এই স্থিরচিত্র পোস্ট করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন শুভ নববর্ষ।
৮ / ৯
সাবিলা নূর বেশ কিছুদিন ধরে নতুন নাটকের শুটিং করছেন না। শোনা যাচ্ছে, শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ ছবিতে দেখা যাবে তাঁকে। বিভিন্ন সূত্র খবরটি নিশ্চিত করলেও এ বিষয়ে সাবিলা নূর এখনো কিছু বলেননি। তবে শিগগিরই শাকিব খানের নায়িকা হয়ে শুটিং করবেন সাবিলা। এই তারকা ফেসবুকে স্থিরচিত্র পোস্ট করে জানিয়েছেন শুভ নববর্ষ।
৯ / ৯
রিয়েলিটি শো দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু মন্দিরা চক্রবর্তীর। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে। এই তারকা একগুচ্ছ স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ হোক ১৪৩২।’