মিসরে স্বামীর হাঁটু গেড়ে বসে থাকার ছবিটি মেহজাবীনের হৃদয়ে গেঁথে গেছে

মেহজাবীন ও আদনান আল–রাজীব। ছবি: ফেসবুক


মিসরের পিরামিড অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অন্যতম পছন্দের জায়গা। সেই জায়গাতেই গত বছর এই অভিনেত্রীর কাছে ধরা দেয় স্মরণীয় দিন হিসেবে। কারণ, স্বপ্নের এই পিরামিডের পাশেই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। সেদিন প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব ডায়মন্ডের রিং পরিয়ে বিয়ের প্রস্তাব দেন মেহজাবীনকে। মিসরের সেই ছবি পোস্ট করে কী লিখলেন এই অভিনেত্রী?

মেহজাবীন ও আদনান আল–রাজীব। ছবি: ফেসবুক

এ যেন কোনো সিনেমার দৃশ্য। হাঁটু গেড়ে বসে আছেন আদনান। তাঁর হাতে ডায়মন্ডের আংটি। পরে তিনি সেই আংটি পরিয়ে দেন এই অভিনেত্রীকে। আর এই দৃশ্য যেন মেহজাবীনের কাছে স্বপ্নের মতো। তিনি আবেগপ্রবণ হয়ে সেদিনের সেই দিন নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মিসরের সবকিছুই যেন অবাস্তব মনে হচ্ছিল, এটা এমন একটা জায়গা, যা আমাকে শৈশব থেকে মুগ্ধ করেছে। এর পেছনে রয়েছে মিসরের সংস্কৃতি, ইতিহাস, পিরামিড এবং মমিদের রহস্য। এই জায়গাটাই ছিল আমার সেরা জায়গার তালিকার একটি। সেখানেই আমার জীবনের বিশেষ কিছু ঘটবে, এটা ছিল ম্যাজিক্যাল, অপ্রত্যাশিত এবং সব দিক থেকে যথোপযুক্ত। এর এই দিনটি সারা জীবনের মতো আমার হৃদয়ে গেঁথে গেছে।’

মেহজাবীন ও আদনান আল–রাজীব। ছবি: ফেসবুক

গত বছর এই অভিনেত্রী মিসরে যান তাঁর অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে। সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেই টিমে প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন আদনান আল রাজীব। অনেক আগে থেকে তাঁদের বিয়ে গুঞ্জন হলেও এ নিয়ে তাঁরা প্রকাশ্যে কোনো কিছু বলেন নেই। সেই সময়ে মিসরে গোপনে তাঁরা ফটোশুট করেন। সেই ছবিগুলো প্রকাশ করে মেহজাবীন আরও লিখেছেন, ‘এখানে সাধারণ একটা ফটোশুটের স্বপ্ন দেখতাম। যে ছবিটার পেছনে পিরামিড। অকল্পনীয় হয়ে সেটাই ঘটল, সেই ফ্রেমবন্দী করা ছবিটার মুহূর্তটাই যেন হয়ে গেল আমার স্বপ্নের ছবি।’

মেহজাবীন ও আদনান আল–রাজীব। ছবি: ফেসবুক

১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীব। এরপর ২৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের বিবাহোত্তর সংবর্ধনা হয়। উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর তাঁরা মিসরে যান।

১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন মেহজাবীন ও রাজীব
ছবি: ফেসবুক