প্রিয় অতীত, সব শিক্ষার জন্য ধন্যবাদ, প্রিয় ভবিষ্যৎ, আমি প্রস্তুত...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। পূর্ণিমা, সুমাইয়া শিমু, খায়রুল বাশার, মমদের পোস্টে সেই ঘটনাগুলোই প্রকাশ পায়। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে এসব তারকার মনের কথা—
১ / ৫
অভিনেতা মনোজ প্রামাণিকের সঙ্গে ছবিটি পোস্ট করে আরেক অভিনেতা খায়রুল বাশার লিখেছেন, ‘মোরা দুজনায় রাজার জামাই/মোরা খাই দাই ঘুরি ফিরি/আহা কি মোদের ছিরি/মোরা দিনে করি বাবুগিরি/রাতে আয়েশে ঘুমাই।’ গানটি সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘হীরক রাজার দেশ’–এ ব্যবহার হয়েছিল।
ছবি: ফেসবুক
২ / ৫
গতকাল ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর যমজ সন্তানের জন্মদিন। দুই ছেলের প্রথম জন্মদিন আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন সারা দিন। ছবিটি পোস্ট করে তিনি সবার কাছে দোয়া চান। লিখেছেন, ‘প্রথম জন্মদিন স্মরণীয় করে রাখতেই পরিবার ও সহকর্মীদের নিয়ে উদ্‌যাপন। সবার কাছে দোয়া চাই।’
ছবি: ফেসবুক
৩ / ৫
চিত্রনায়িকা পূর্ণিমা আগেই ২০২৪ সালকে বিদায় দিলেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় অতীত, সব শিক্ষার জন্য ধন্যবাদ, প্রিয় ভবিষ্যৎ, আমি প্রস্তুত’।
ছবি: ফেসবুক
৪ / ৫
পর্দায় তো কতবারই বউ সাজতে হয়, তবে এই বছর আর না। নাটকের ছবি পোস্ট করে অভিনেতা তাহমিনা সুলতানা মৌ লিখেছেন, ‘এই বছরের মতো আর নয়। কততম বিয়ে মনে করতে পারছি না। তবে এ বছর আর বিয়ে করব না।’ তাঁর সঙ্গে অভিনেতা আরফান আহমেদ।
ছবি: ফেসবুক
৫ / ৫
ছবিটি পোস্ট করে অভিনেত্রী জাকিয়া বারী লিখেছেন, ‘তবু, রোদ ভালোবাসি, সুন্দর হোক দিন সকলের।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন