নাটকের সেই সংলাপকে মিথ্যা প্রমাণ করে এখন তাঁরা সুখী দম্পতি
‘প্রতিটা দিন তোমার সঙ্গে কাটানোই আমার কাছে উপহার মনে হয়,’ বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে লিখেছেন অভিনেতা সৈয়দ জামান শাওন। তাঁদের বিয়ের পাঁচ বছর পূর্ণ হলো। দীর্ঘ পাঁচ বছরের সংসারের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী মুমতাহিনা টয়া লিখেছেন, ‘আমিও কৃতজ্ঞ এই সময়ে প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গে কাটাতে পেরেছি।’
একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা করতে গিয়ে টয়া ও শাওনের বন্ধুত্ব হয়। সেটা ছয় বছর আগের ঘটনা। এর বন্ধুত্ব আরও গভীর হয়। এ সময় বন্ধুত্ব প্রেমে গড়ায়। প্রেমের ৪ মাসের মাথায় ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন এই দুই অভিনয়শিল্পী। দেখতে দেখতে সেই সংসার কেটে গেল পাঁচ বছর।
পাঁচ বছরের সংসারে স্ত্রীকে নিয়ে লিখেছেন শাওন, ‘আজ আমাদের অবিশ্বাস্য ভাবে ৫ বছর কেটে গেল। এই সময়ে আমরা ভাগাভাগি করেছি স্বপ্ন, একসঙ্গে হেসেছি, এমনকি এই সময়ে অনেক প্রতিকূলতা পার করেছি। যা আমাদের বন্ধনকে দৃঢ় করেছে। প্রতিটা পদক্ষেপেই তুমি আমার পাশে ছিলে, তোমার জন্য ভালোবাসা ও তোমার কাছে কৃতজ্ঞতা। তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর নারী। আমার জীবনে তোমার সহায়তা, ভালোবাসা আমাকে পথ দেখিয়েছে। এমনকি তোমাকে অনেক সময় আমার অভিমানও সহ্য করতে হয়েছে।’
টয়া ও শাওনের প্রথম পরিচয় হয়েছিল একটা ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে। শুটিংয়ে তাঁদের খুব বেশি দৃশ্য ছিল না। শাওন ও টয়ার দৃশ্য ছিল মাত্র একটি। আর সংলাপও ছিল কম। সেখানে শাওন টয়াকে বলেছিলেন, ‘প্রেম করে বিয়ে করে কেউ সুখী হতে পারে নাই।’ নাটকের সেই সংলাপকে মিথ্যা প্রমাণ করে এখন তাঁরা সুখী দম্পতি। সেটাই ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন টয়া।
এই অভিনেত্রীর কথায়, ‘একসঙ্গে আমাদের পাঁচ বছর। ভালোবাসার এই পাঁচ বছর আমরা একসঙ্গে হেসেছি, আমাদের বন্ধন দিনে দিনে আরও মজবুত হয়েছে। আমি তোমার সঙ্গে থাকার প্রতিটা মুহূর্ত নিয়েই কৃতজ্ঞ। শুভ বিবাহবার্ষিকী, আমার সারা জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি।’
সংসার নিয়ে টয়া এর আগে প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘দুটি মানুষ যতকাল ধরেই প্রেম করুক না কেন, যত গভীর জানাশোনা থাক না কেন, বিয়ের পর একসঙ্গে বসবাস—এটা ভিন্ন অভিজ্ঞতা। আমাদেরও তা–ই হয়েছে। যথেষ্ট ঝড়ঝাপটা গেছে। তবে সবকিছুর পরও ভালোবাসাই জয়ী হয়ে টিকে আছে। আমাদের নিজেদের বোঝাপড়াও শক্ত হয়েছে। দিন শেষে আমরা ভালো আছি।’