মর্যাদাপূর্ণ রটারড্যামে চরকির ‘পেট কাটা ষ’

বিশ্বের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল আন্থোলজি সিরিজ ‘পেট কাটা ষ’; এই উৎসবে সিরিজটির সিনেমা সংস্করণের আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট এই উৎসবে জায়গা পেল।

নুহাশ
ছবি: সংগৃহীত

আগামী ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ইউরোপীয় দেশ নেদারল্যান্ডের রটারড্যাম শহরে বসবে এই উৎসবের মূল আসর। নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘মর্যাদাপূর্ণ এ উৎসবে ‘পেট কাটা ষ’–এর আন্তর্জাতিক প্রিমিয়ার হবে জেনে আমি খুবই আনন্দিত। বাংলাদেশি ওটিটি কনটেন্টের জন্যও নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই কাজের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী, চরকি, লিটল বিগ ফিল্মস, এ ফর অ্যাকশন টিমকে অভিনন্দন জানাতে চাই।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দেশের সীমানা ছাড়িয়ে ধীরে ধীরে চরকি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, ইতিমধ্যে তার প্রমাণও দিয়ে চলেছে চরকি। ইনমা, এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড থেকে এবার রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যাল; চরকির এই যাত্রা অব্যাহত থাকার বিষয়ে আমি আশাবাদী। নুহাশ হুমায়ূনসহ “পেট কাটা ষ”-এর পুরো টিমকে অভিনন্দন জানাই।’

ভৌতিক গল্পে ‘পেট কাটা ষ’ নির্মাণ করে আলোচনায় এসেছেন নুহাশ হুমায়ূন
ছবি: সংগৃহীত

ভৌতিক ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছিল দারাজ নিবেদিত চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘পেট কাটা ষ’। চলতি বছরের এপ্রিলে সিরিজটি মুক্তি পেয়েছিল চরকিতে। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই সিরিজ। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ নামের চারটি দেশি ভূতের গল্প রয়েছে। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মন্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হোসান নদী, প্রীতম হাসান ও মাসুদা খান।

আরও পড়ুন
আরও পড়ুন