চিত্রনায়ক সাইমন সাদিক কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন। আপাতত দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই। দেশে না ফিরলেও দেশের জন্য মন কাঁদছে তাঁর। তিনি আজ তাঁর ফেসবুকে যা লিখেছেন, তাতে সেই মনোকষ্ট ফুটে উঠেছে। সাইমন লিখেছেন, ‘আমার চলচ্চিত্রের নায়ক, নায়িকা, সম্মানিত পরিচালক ভাই–বন্ধু ও আমার ভালোবাসার কলাকুশলীবৃন্দ, সত্যি করে বলেন তো সর্বশেষ কবে শুটিং করেছিলেন? কেমন আছেন সবাই? শিল্প আছে, নাকি বেঁচে থাকাই শিল্প হয়ে গেছে? আমারটা বলি, আমি শেষ শুটিং করেছিলাম ৩ আগস্ট ২০২৪। নিজের দেশ, পরিবার, কর্মক্ষেত্র সব ছেড়ে আমেরিকায় আমি আসলে ভালো নেই। এটা আমার জন্য বেঁচে থাকাই শিল্পের মতো হয়ে গেছে। সবাইকে মিস করি খুব।’