শিল্প আছে, নাকি বেঁচে থাকাই শিল্প হয়ে গেছে

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে এসব তারকার মনের কথা—
১ / ৬
সংগীতশিল্পী কনকচাঁপা ফেসবুকে বেশ সরব। গানের বাইরের বিষয় নিয়েও তাঁকে এ মাধ্যমে সক্রিয় থাকতে দেখা যায়। ফেসবুকে স্থিরচিত্রটি প্রকাশ করে লিখেছেন, ‘আয়না সত্য না, ছবিই সত্য ...।’
২ / ৬
সংগীতশিল্পী, সংগীত পরিচালক, আর্ক ব্যান্ডের সদস্য আশিকুজ্জামান টুলু একসময় বাংলাদেশ ছেড়ে পাড়ি জমান কানাডায়। দেশের বাইরে থাকলেও গানের কারণে তাঁকে আজও ভোলেননি সংগীতপ্রেমী ও ভক্তরা। ‘আমার হৃদয়ে তুমি’, ‘ওরে আমার পাগল মন’, ‘এই দূর পরবাসে তারা গুনি আকাশে আকাশে’, ‘কোনো এক সুন্দরী রাতে’, ‘তুমি আমার প্রথম সকাল’—এমন অনেক গানের সঙ্গে জড়িয়ে আছেন এ মানুষটি। আশিকুজ্জামান টুলু ফেসবুকে লিখেছেন, ‘মানুষ ওপরে ওঠার পর সর্বপ্রথম সিঁড়িটাকে ফেলে দেয়, যাতে অন্য কেউ দেখতে না পায় যে ওর ওঠার জন্য একটা সিঁড়ি দরকার হয়েছিল।’
৩ / ৬
চিত্রনায়িকা অপু বিশ্বাস একগুচ্ছ স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন এই লাইন, ‘অন্যের সফলতা দেখে নিরাশ না হয়ে নিজেকে তৈরি করো আরও ভালো কিছু করার জন্য।’
৪ / ৬
চিত্রনায়িকা বুবলীও একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন এই লাইন, ‘আভিজাত্য কেবল একটি শব্দ নয়, এটি জীবনেরও একটি দিক।’
৫ / ৬
চিত্রনায়ক সাইমন সাদিক কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন। আপাতত দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই। দেশে না ফিরলেও দেশের জন্য মন কাঁদছে তাঁর। তিনি আজ তাঁর ফেসবুকে যা লিখেছেন, তাতে সেই মনোকষ্ট ফুটে উঠেছে। সাইমন লিখেছেন, ‘আমার চলচ্চিত্রের নায়ক, নায়িকা, সম্মানিত পরিচালক ভাই–বন্ধু ও আমার ভালোবাসার কলাকুশলীবৃন্দ, সত্যি করে বলেন তো সর্বশেষ কবে শুটিং করেছিলেন? কেমন আছেন সবাই? শিল্প আছে, নাকি বেঁচে থাকাই শিল্প হয়ে গেছে? আমারটা বলি, আমি শেষ শুটিং করেছিলাম ৩ আগস্ট ২০২৪। নিজের দেশ, পরিবার, কর্মক্ষেত্র সব ছেড়ে আমেরিকায় আমি আসলে ভালো নেই। এটা আমার জন্য বেঁচে থাকাই শিল্পের মতো হয়ে গেছে। সবাইকে মিস করি খুব।’
৬ / ৬
শুটিংয়ের ফাঁকে দুটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অভিনয়শিল্পী তাসনুভা তিশা লিখেছেন, ‘আসছে “ডাকাতিয়া”।’ আদিপ হাসান পরিচালিত নাটকটি কবে প্রচার হবে, সে ব্যাপারে অবশ্য কিছু বলেননি এই তারকা।