মেসিকে আহত হয়ে মাঠ ছেড়ে বের হয়ে যেতে দেখা যেমন ভীষণ কষ্টদায়ক…

দেশের তারকাদের অনেকে আর্জেন্টিনা-সমর্থক। কেউ দেশে ভোরবেলা থেকে খেলা দেখার অপেক্ষায় ছিলেন। কেউ দেশের বাইরে থেকেও উপভোগ করলেন প্রিয় দলের খেলা। কোপা আমেরিকা এবারের আসর জয়ের পর ফেসবুক লিখলেন নিজেদের অনুভূতি। চলুন দেখে নেওয়া যাক, কে কী বললেন।
১ / ৪
চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী আর্জেন্টিনা-সমর্থক। প্রিয় দলের খেলা কোনোভাবেই মিস করেন না। এখন ব্যান্ড সদস্যরা আছেন কানাডায়। সেখানকার কয়েকটি অঙ্গরাজ্যে স্টেজ শো নিয়ে ব্যস্ত তাঁরা। এর মধ্যে প্রিয় দলের খেলা দেখা বাদ যায়নি। জয়ের পর ফেসবুকে পোস্ট দিয়েছেন মজা করে। লিখেছেন, ‘গোল না দিয়ে আমরা স্ট্যাটাস দেই না!’
২ / ৪
প্রিয় দলের খেলার জয়ের পর অভিনয়শিল্পী নাদিয়া আহমেদ লিখেছেন, ‘ভোর ৫টা ৪৫ থেকে জেগে বসে থেকে খেলা দেখা সার্থক। মেসিকে আহত হয়ে মাঠ ছেড়ে বের হয়ে যেতে দেখা যেমন ভীষণ কষ্টদায়ক…তেমনি খেলায় শেষ বাঁশি বাজার পর চ্যাম্পিয়ন ঘোষণা ভীষণ আনন্দের…চিরদিনের ভালোবাসা…টিম আর্জেন্টিনা। তোমাদের পরাজয়ে যেমন চোখে জল আসত, তেমনি তোমাদের লাগাতার জয়ে প্রতিবার চোখে জল আসে। এটাই আর্জেন্টাইন ফ্যানদের ভালোবাসা, আবেগ। দি মারিয়া...শেষ খেলা। শ্রদ্ধা, ভালোবাসা! মাঠ তোমাকে মিস করবে। ভামোস আর্জেন্টিনা।’ ছবিতে অভিনয়শিল্পী স্বামী নাঈমের সঙ্গে আর্জেন্টিনা জার্সি পরিহিত নাদিয়া
৩ / ৪
আর্জেন্টিনার পাঁড় ভক্ত অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ। এবারের কোপা আমেরিকায় প্রিয় দলের চ্যাম্পিয়ন হওয়ায় ভীষণ আনন্দিত এই অভিনয়শিল্পী। ফেসবুকে এই স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘এই আর্জেন্টিনা টিমটা অদ্ভুত, ৩৬ বছর কিছুই দেয়নি, যখন দেওয়া শুরু করল আর থামেই না! ব্রাজিলের ভক্তরা ভালোই আছে, তাদের প্রতিবছর এত ফাইনালের চাপ নিতে হয় না! আমাদের তো রেস্টই নাই! সামনে আবার ২০২৬ বিশ্বকাপ...কই যে যাব...! অভিনন্দন প্রিয় মেসি, দি মারিয়া!’
৪ / ৪
আর্জেন্টিনা-সমর্থক গায়িকা পুতুল। প্রিয় দলের কোপা জয়ে দারুণ খুশি তিনি। গত জুন মাসের শেষ দিকে এক ফেসবুক পোস্টে লেখেন, ‘বিশ্বকাপে হতাশ করলেও মার্টিনেজ এবার ভালো কিছুই করবে আর্জেন্টিনার জন্য। দারুণ ফর্মে এবার সে। অভিনন্দন প্রিয় দল।’ সেই পোস্ট শেয়ার করেছেন ফাইনাল শেষে। মজাচ্ছলে তিনি লিখেছেন, ‘নিজের ফুটবল প্রজ্ঞা নিয়ে নিজেরই গর্ব হচ্ছে...। উফ্, বাকি কথা পরে হবে। আপাতত ধাতস্থ হই আগে...।’