ব্ল্যাকপিঙ্কের জিসুর একক অ্যালবাম আসছে

মাসদুয়েক আগেই একক অ্যালবাম নিয়ে গণমাধ্যমের শিরোনামে এসেছিলেন জিসুছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের জেনি, রোজ ও লিসার পর এবার একক অ্যালবামে নাম লেখালেন এর আরেক সদস্য জিসু। মাসদুয়েক আগেই একক অ্যালবাম নিয়ে গণমাধ্যমের শিরোনামে এসেছিলেন জিসু। এবার আনুষ্ঠানিকভাবে অ্যালবামের মুক্তির দিনক্ষণ জানিয়েছে ব্ল্যাকপিঙ্কের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট।

অ্যালবামের টিজার ছবি
ছবি: ইনস্টাগ্রাম

এজেন্সির বরাতে দ্য কোরিয়া টাইমস লিখেছে, ৩১ মার্চ জিসুর প্রথম একক অ্যালবাম মুক্তি পাবে। অ্যালবামের নাম ‘মি’। অ্যালবাম সম্পর্কে ধারণা দিতে একটি টিজার ছবি প্রকাশ করেছে ওয়াইজি এন্টারটেইনমেন্ট। ঘন সবুজ মাঠের ওপর লাল কাপড়ের টুকরা ছড়িয়ে থাকতে দেখা গেছে। ছবির উপরে লেখা হয়েছে, ‘শিগগিরই আসছেন জিসু’।

জিসু
ছবি: ইনস্টাগ্রাম

২০১৬ সালে ব্ল্যাকপিঙ্কে নাম লেখানোর আগে বেশ কয়েকটি ড্রামা সিরিজে অভিনয় করেছেন জিসু, দেখা গেছে মিউজিক ভিডিওতেও।
দক্ষিণ কোরিয়ার আরেক ব্যান্ড বিটিএসের পাশাপাশি ব্ল্যাকপিঙ্কেরও বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে। দলগতভাবে অ্যালবাম প্রকাশের পাশাপাশি এককভাবেও অ্যালবাম প্রকাশ করছেন। বাকি তিন শিল্পীর মধ্যে ২০১৮ সালে জেনি, ২০২১ সালে রোজ ও লিসার একক অ্যালবাম প্রকাশ করা হয়েছে।

ব্ল্যাকপিঙ্কে নাম লেখানোর আগে অভিনয় করতেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম

পাশাপাশি স্ট্রেজ শোতেও নিয়মিত দেখা যাচ্ছে ব্ল্যাকপিঙ্ককে; উত্তর আমেরিকা ও ইউরোপে গানের সফর শেষ করেছে ব্যান্ডটি। এরপর এশিয়ার কয়েকটি দেশেও গান করেছেন লিসা, জিসুরা।

আরও পড়ুন