ব্রাজিল–ভক্ত সাব্বির কেন লাখ টাকা খরচ করে আর্জেন্টিনার খেলা দেখলেন

কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে আর্জেন্টিনার ম্যাচটা উপভোগ করলেন বাংলাদেশি অভিনয়শিল্পী মীর সাব্বির। খেলার সময় নিজের ফেসবুক লাইভেও আসেন এই অভিনয়শিল্পী ও পরিচালক। এরপর তাঁর সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন তিনি নিউইয়র্কের টাইম স্কয়ারে সন্তানদের সঙ্গে ঘোরাঘুরি করছেন। জানালেন, খেলা দেখার পরিকল্পনার কথা, একই সঙ্গে অভিজ্ঞতাও। ছবিতে দেখে নেওয়া যাক
১ / ৬
দুই সন্তানকে নিয়ে খেলার মাঠে পৌঁছান অভিনয়শিল্পী ও পরিচালক মীর সাব্বির। মেসেঞ্জারে প্রথম আলোর সঙ্গে আলাপে বললেন, ‘এত মানুষ জীবনে কোনো দিন সামানসামনি দেখিনি। ৮০ হাজারের বেশি দর্শক খেলা দেখছেন। একসঙ্গে আনন্দ নিয়ে খেলা দেখছেন। গ্যালারিতে দেখলাম, প্রচুর বাংলাদেশিরাও আসছেন। অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। তাঁরাও দারুণ মজা করছেন। খেলার মাঠে আমার ছেলেরা বাংলাদেশের পতাকা উড়িয়েছে।’
ছবি : মীর সাব্বিরের সৌজন্যে
২ / ৬
কোপা আমেরিকার এই ম্যাচে চিলিকে ১ গোলে হারিয়েছে মেসির দল। সাব্বির বললেন, ‘আন্তর্জাতিক কোনো ফুটবল খেলা আমি প্রথমবার মাঠে বসে দেখলাম। বাংলাদেশে আমি আবাহনীর সমর্থক। আর এমনিতে দল হিসেবে ব্রাজিলের সমর্থক। কিন্তু আমার দুই ছেলে আর্জেন্টিনার সাপোর্টার। আসলে ওদের জন্যই এখানে খেলা দেখতে আসা।’
ছবি : মীর সাব্বিরের সৌজন্যে
৩ / ৬
আর্জেন্টিনা ও চিলির খেলা মাঠে বসে দেখার মধ্য দিয়ে প্রথমবার মেসিকে সামানসামনি দেখলেন মীর সাব্বির। তিনি বললেন, ‘মেসিকে এই প্রথম সামনাসামনি খেলতে দেখলাম। দারুণ, এক কথায় অসাধারণ অভিজ্ঞতা। একজন ম্যাজিশিয়ানকে দেখলাম। আমি ব্রাজিলের সাপোর্টার হলেও কিন্তু মেসির ভক্ত। কারণ, মেসির খেলা মানে হচ্ছে আমার কাছে একটা শৈল্পিক ব্যাপার। ফুটবলের তিনি শিল্পী, মহানায়ক। দুই ছেলে অন্ধভাবে আর্জেন্টিনার সমর্থক।’
ছবি : মীর সাব্বিরের সৌজন্যে
৪ / ৬
কথায় কথায় মীর সাব্বির বললেন, ‘আমার কাছে মনে হয়, একজীবনে মাঠে বসে মেসির খেলা দেখাটা আজীবনের জন্য স্মরণীয় একটা অভিজ্ঞতা। কারণ, আজকেই অনেকের কাছে শুনলাম, জানি না কতটা সত্যি, মেসি নাকি খুব তাড়াতাড়ি অবসরে চলে যাবেন। সম্ভবত, এই টুর্নামেন্টটাই ওর শেষ ম্যাচ হতে পারে। আমিও আর এই জীবনে মেসির খেলা দেখতে পারব কি না, জানি না। সে জন্য আজীবনের একটা অভিজ্ঞতা হয়ে রইল। ২০২৬ মেসি বিশ্বকাপে খেলবে কি না, যথেষ্ট সন্দেহ আছে।’
ছবি : মীর সাব্বিরের সৌজন্যে
৫ / ৬
মেসির ভক্ত হলেও মাঠে বসে মেসির খেলার দেখার সুযোগ আসবে, তা ভাবেননি মীর সাব্বির। কথাপ্রসঙ্গে যেন তাই বললেন তিনি। বললেন, ‘মেসির খেলা সামনাসামনি দেখার সুযোগটা আমার বড় ছেলে ফারশাদের কারণে সম্ভব হয়েছে। তার ও–লেভেল পরীক্ষা শেষ করার পর আমার কাছে একটা গিফট চেয়েছিল, তা হচ্ছে মাঠে বসে মেসির খেলা দেখা। তখন সে নিজেই খুঁজে বের করেছে খেলার শিডিউল। বলে, বাবা আমাকে মেসির খেলা দেখার সুযোগ করে দিয়ো। এই খেলার টিকিট তো অনেক এক্সপেনসিভও। বাংলাদেশ থেকে দু–তিন মাস আগে আমরা এই টিকিট কিনেছি, যাতে মিস না হয়। শুনছি, পরের বিশ্বকাপে মেসিকে নাও পেতে পারি, তাই ভাবছি যে ছেলেদের সঙ্গে আমিও খেলাটা দেখতে যাই। আমার স্ত্রী চুমকী যায়নি। বাংলাাদেশে থাকার সময় সে বলছিল, তোমরা যাও। সমস্যা নেই। এখানে আসার পর সে বলছে, মিস করলাম। আফসোস করছে।’
ছবি : মীর সাব্বিরের সৌজন্যে
৬ / ৬
সাব্বির তাঁর দুই সন্তানকে নিয়ে যে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন, প্রতিটার টিকিট মূল্য ৫০০ ইউএস ডলার। তিনজনের টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় দেড় লাখেরও বেশি। খেলা দেখার পাশাপাশি দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরিও করবেন এই অভিনয়শিল্পী–পরিচালক। তিনি বললেন, ‘আমেরিকায় আসা দুই ছেলে ফারশাদ ও সানদীপের জন্যই। জুন মাসে বড় ছেলের ও–লেভেল শেষ হলো। ছোট ছেলেরও স্কুল বন্ধ। আমরা বড় সময় পেয়েছি, ২০–২৫ দিনের। সেই সময়টা কাজে লাগিয়েছি। ২০ জুন এখানে এসছি। খেলা দেখলাম। এরপর আমরা লস অ্যাঞ্জেলেস যাব। তারপর কানাডা। এই পুরো সময়টা ঘোরাঘুরি করে কাটাব। কানাডা থেকেই দেশে ফিরব।’
ছবি : মীর সাব্বিরের সৌজন্যে