মুক্তি পাচ্ছে 'গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ'
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমা গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ। ছবিটির পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু। ছবিটি আগামীকাল দেশের প্রায় ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবির পরিচালক বলেন, সময়োপযোগী ছবি এটি। গার্মেন্টস শ্রমিকদের কথাই বলা হয়েছে এখানে। পাশাপাশি দেশের সবচেয়ে বড় আয়ের উত্স এই শিল্পের ক্ষতি করার জন্য যে একটি মহল ষড়যন্ত্র করছে, সেই বিষয়ও উঠে এসেছে ছবিতে।
এরই মধ্যে ছবির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ ছবিতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, রুবেল, অমিত হাসান, মারুফ, ইলিয়াস কোবরা, অরিন, পুষ্পিতা প্রমুখ। ছবির গান লিখেছেন ও সুর করেছেন ফিরোজ প্লাবন। গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, বেবি নাজনীন, মনির খান, পড়শি, কোনাল, কর্নিয়া ও মুন। ছবিটি প্রযোজনা করেছে ঝিলিক কথাচিত্র।