অপূর্বর জন্য দোয়া চেয়ে বিব্রত মেহজাবীন
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিন এই অভিনেতার সঙ্গে জুটি বেঁধে টিভি নাটকে অভিনয় করেছেন মেহজাবীন। এই জুটির রয়েছে বেশ কিছু জনপ্রিয় নাটক।
অপূর্বর জন্য দোয়া চেয়ে মেহজাবীনের সেই পোস্টে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। তবে এ নিয়ে বিব্রত হলেও মন খারাপ করেননি এই অভিনেত্রী। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, ‘নেতিবাচক মন্তব্য করার মতো কিছু আমি লিখিনি। তারপরও যাঁরা নেতিবাচক মন্তব্য করেছেন, তাঁদের কথায় মন খারাপ করিনি। আমার সহকর্মী অসুস্থ, তাঁর সুস্থ হয়ে ওঠাই আমার কাছে মুখ্য।’
বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন অপূর্ব। এ জন্য তিনি শুটিংয়ে বিরতি দিয়েছিলেন। ‘মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ’ নাটকের ভিউ অল্প সময়ে কোটি ছাড়ালে আনন্দ উদযাপনের আয়োজনেও হাজির হননি অপূর্ব।
মেহজাবীন জানান, অপূর্ব যখন শুটিংয়ে আসছিলেন না, কোনো প্রোগ্রামে আসছিলেন না, তখনই পরিচিত অনেকে ধরে নিয়েছিলেন, এই অভিনেতার করোনা হয়েছে। পরে পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। মেহজাবীন তাঁর উদ্দেশে গতকাল নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের সকলের প্রিয় অপূর্ব ভাইয়া যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’ সেখানে বিব্রতকর সব মন্তব্য দেখে অপূর্ব-মেহজাবীনের ভক্তরা প্রতিবাদ জানিয়ে পাল্টা মন্তব্য করেছেন।
ইশরাত জানাত লিখেছেন, ‘কিছু মানুষ আসলেই বিকৃত মস্তিষ্কের। এই মানুষদের কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি।’ ফুয়াদ লিখেছেন, ‘ধিক্কার জানাই আপনাদের। একজন মানুষ অসুস্থ, তার সুস্থতা কামনা না করে বাজে মন্তব্য করেই যাচ্ছেন।’ মেহজাবীন বলেন, ‘আমার মনে হয় না আমি নোংরা মন্তব্য করার মতো কিছু লিখেছি। তারা কী বুঝে মন্তব্য করছেন, সেটা জানি না। এটা মন্তব্যকারীদের সমস্যা। কারণ, এখানে খারাপ মন্তব্য করার কোনো প্রশ্নই ওঠে না। আমি ভাবিনি কেউ এ ধরনের মন্তব্য করতে পারে।’
‘বড় ছেলে’, ‘ব্যাচ ২৭’, ‘যদি তুমি জানতে’, ‘ভালোবাসা’, ‘চারুর বিয়ে’সহ বহু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তাঁরা। এ জুটির ‘বড় ছেলে’ নাটকটি নিয়ে অনলাইন ও অফলাইনে ব্যাপক আলোচনা হয়েছিল।
এ জুটির পর্দার রসায়ন দর্শকেরা পছন্দ করেন। কাজের জায়গায় তাঁদের নিজেদের বোঝাপড়াও ভালো। সেই জায়গা থেকে সহশিল্পীর জন্য দোয়া চেয়ে স্ট্যাটাস লিখেছিলেন তিনি। মেহজাবীন বলেন, ‘সেখানে কে কী কমেন্ট করল, এ নিয়ে মন খারাপ করি না। এগুলো না দেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে একজন মানুষ অসুস্থ। তাঁকে নিয়েই ভাবার সময়। তাঁর সুস্থতা কামনা করা উচিত। মানুষ হিসেবে তাঁর পাশে দাঁড়ানো উচিত।’