শিক্ষক দিবসে শিক্ষকদের ২১ হাজার টিকিট দিল কাতার এয়ারওয়েজ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের ২১ হাজার সৌজন্য টিকিট দিয়েছে কাতার এয়ারওয়েজ। করোনাভাইরাসের কঠিন সময়ে শিক্ষাদানে গুরুত্বপূর্ণ কাজ করায় শিক্ষকদের ধন্যবাদ জানানোর অংশ হিসেবে উদ্যোগটি নিয়েছে কাতার এয়ারওয়েজ। বাংলাদেশের শ্রেণিকক্ষে পাঠদানকারী, শিক্ষক, শিক্ষার্থী পরামর্শদাতা, প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষকেরাও এ অফারের অন্তর্ভুক্ত ছিলেন।
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কাতারের বিমান সংস্থাটি এ ঘোষণা দেয়। ৫ অক্টোবর কাতার সময় ভোর ৪টা থেকে বিনা মূল্যে বিভিন্ন গন্তব্যের ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিট দেওয়া শুরু করে কাতার এয়ারওয়েজ। তিন দিনের ক্যাম্পেইনটি ৭ অক্টোবর পর্যন্ত ছিল। অফারের বিস্তারিত জানা যাবে https://www.qatarairways.com/en-bd/offers/thank-you-teachers.html এ।
কাতার এয়ারওয়েজ বিশ্বের ৭৫ দেশের ৯০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে। এসব দেশের নাগরিকেরা এ সুযোগ পেয়েছেন। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো গন্তব্যে ভ্রমণ করা যাবে এ অফারের টিকিটে। বিমানবন্দরে চেক-ইনের সময় শিক্ষকতা পেশায় যুক্ত থাকার বৈধ আইডি উপস্থাপন করতে হবে। বিমানবন্দরের কর সৌজন্য টিকিটের অন্তর্ভুক্ত নয়, তাই এটি যাত্রীকেই এ কর দিতে হবে। সৌজন্য টিকিটের জন্য নিবন্ধনকারী শিক্ষকেরা কাতার এয়ারওয়েজের আগামী বুকিংয়ের ক্ষেত্রে সুবিধা পেতে পারেন। এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইস্যুকৃত টিকিটের ক্ষেত্রে দুই বছর মেয়াদে যেকোনো সময় বিনা মূল্যে যাত্রা ও ফেরার তারিখ পরিবর্তন করা যাবে।