অধ্যায় ৬
৬২. সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ—
i. মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা
ii. জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা
iii. রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে জনগণকে সহায়তা দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬৩. রাষ্ট্রের প্রতি জনগণের প্রধান দায়িত্ব কী?
i. শিক্ষা গ্রহণ
ii. আনুগত্য প্রকাশ
iii. সার্বভৌমত্ব রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬৪. গ্রিক নগর রাষ্ট্রে কাদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না—
i.নারী
ii. দাস
iii. বৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৬২. ক ৬৩. গ ৬৪. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল