দুর্গাপূজায় সংসদ টিভিতে ক্লাস বন্ধ ২৯ অক্টোবর পর্যন্ত
দুর্গাপূজা উপলক্ষে ২৯ অক্টোবর পর্যন্ত সংসদ টিভিতে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস বন্ধ থাকবে। আগামী ১ নভেম্বর থেকে আবার সংসদ টিভিতে ক্লাস প্রচার করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস চলছে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টিভিতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস প্রচার করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চলছে। টিভিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হচ্ছে।
দীর্ঘ ছুটিতে লাখো শিক্ষার্থীকে পড়াশোনার মধ্যে রাখতে সরকার এ উদ্যোগ নিয়েছে।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। ছুটি আছে ৩১ অক্টোবর পর্যন্ত।