বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লাইভস্টক ও পোলট্রিতে সার্টিফিকেট কোর্সে ভর্তি

বাউবির নতুন লোগো উন্মোচন করা হয়েছেছবি: বাসস

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ইন লাইভস্টক অ্যান্ড পোলট্রি প্রোগ্রামে (সিএলপি) জানুয়ারি–জুন ২০২৫ সিমেস্টারে (২৫১ টার্ম) ভর্তির প্রক্রিয়া চলছে। কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত এ কোর্সের মেয়াদ: ৬ মাস সার্টিফিকেট। অনলাইনে আবেদন ও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২২ জানুয়ারি ২০২৫। প্রার্থীকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের OSPAS মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। স্টাডি সেন্টারের নির্ধারিত আসন পূরণ না হওয়া পর্যন্ত ন্যূনতম যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা অনলাইনে আগে এলে আগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।

আরও পড়ুন

*আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান।

*আসনসংখ্যা (প্রতি স্টাডি সেন্টার): ৫০টি।

*স্টাডি সেন্টার: যুব প্রশিক্ষণ কেন্দ্র (সাভার, ঢাকা; ময়মনসিংহ; বগুড়া, সোনাডাঙ্গা, খুলনা; জয়পুরহাট, চুয়াডাঙ্গা) ও ILST, গাইবান্ধা।

*আবেদনসহ মোট ভর্তি ফি: ১০০+৩৬৪০ = ৩ হাজার ৭৪০ টাকা। আনুষঙ্গিক চার্জ আবেদনকারীকে বহন করতে হবে।

*ক্লাস শুরুর তারিখ: সম্ভাব্য ৩১/০১/২০২৫।

আরও পড়ুন