নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদ্‌যাপিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদ্‌যাপিত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ইমদাদুল হুদা।

এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ‘চির উন্নত মম শির’–এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, অনুষদীয় ডিন, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

শ্রদ্ধা নিবেদন শেষে গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সংগীত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক রশিদুন নবীকে সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধকালে যুদ্ধের বিভিন্ন অভিজ্ঞতার কথা উল্লেখ করেন রশিদুন নবী। এ সময় বিজয় দিবস উপলক্ষে শিশুদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু হল, বঙ্গমাতা হল, অগ্নিবীণা ও দোলনচাঁপা হলে অনুষ্ঠিত ইনডোর গেমসে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন ও বিজয় দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. বখতিয়ার উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রক্টর মো. মাহবুবুর রহমান ও পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আশরাফুল আলম। স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন ও দিবস উদ্‌যাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক তপন কুমার সরকার। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল মোমেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নাটক পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা। উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে।

আরও পড়ুন