অধ্যায় ১
৫৩. সমাজের ক্রমবর্ধমান জটিল সমস্যাবলির স্থায়ী সমাধানের লক্ষ্যে কোনটির উদ্ভব ঘটেছে?
ক. সনাতন সমাজকর্ম
খ. ঐতিহ্যগত সমাজকর্ম
গ. পেশাদার সমাজকর্ম
ঘ. মনোঃসমাজকর্ম
৫৪. সমাজকর্মে ‘ত্রিবিধ ভূমিকা’ বলতে কী বোঝায়?
ক. প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক
খ. পরিচর্যা, প্রতিকার ও বস্তুগত সহায়তামূলক
গ. পরিবর্তন, প্রতিরোধ ও অবস্তুগত সহায়তামূলক
ঘ. উন্নয়নমূলক পরিচর্যা ও পরামর্শমূলক
৫৫. COS–এর পূর্ণ রূপ কী?
ক. Charity Organization Society
খ. Charity Organization Services
গ. Cost Of Sales
ঘ. Class Of Service
সঠিক উত্তর
অধ্যায় ১: ৫৩. গ ৫৪. ক ৫৫. ক
মাহমুদ আমিন, সাবেক প্রভাষক
যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর