সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ২ : প্রমিত ভাষায় কথা বলি এবং উচ্চারণ ঠিক করি
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ২
নিচের ছকে ‘ছিন্ন মুকুল’ কবিতা থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে। যেসব ধ্বনির উচ্চারণে ঘোষ, অঘোষ কিংবা অল্পপ্রাণ, মহাপ্রাণের পার্থক্য হতে পারে, সেগুলো বোল্ড হরফে (মোটা কালো হরফে) দেখানো হলো। তোমার উচ্চারণ ঠিক হলে ডান কলামে টিক (√) চিহ্ন দাও।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক,বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা