যুক্তফ্রন্ট সরকার - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অধ্যায় ১ | দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠিত পূর্ববঙ্গ মন্ত্রিসভাছবি: সংগৃহীত

অধ্যায় ১

৫৬. ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ এটি প্রমাণ করে কত সালের নির্বাচন?

ক. ১৯৫৪ সালের নির্বাচন  

খ. ১৯৬৬ সালের নির্বাচন  

গ. ১৯৭০ সালের নির্বাচন  

ঘ. ১৯৭৩ সালের নির্বাচন 

৫৭. যুক্তফ্রন্ট গঠিত হয় কয়টি দল নিয়ে? 

ক. ৩টি খ. ৪টি  

গ. ৫টি ঘ. ৬টি 

৫৮. যুক্তফ্রন্টের ২১ দফায় কোন কোন বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন চাওয়া হয়েছে? 

ক. ঢাকা ও রাজশাহী 

খ. চট্টগ্রাম ও রাজশাহী 

গ. জাহাঙ্গীরনগর ও রাজশাহী 

ঘ. ঢাকা ও বুয়েট 

৫৯. যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম  

খ. শেরে বাংলা এ কে ফজলুল হক 

গ. তাজউদ্দীন আহমদ     

ঘ. শহীদ সোহরাওয়ার্দী

৬০. কে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন?

ক. ইয়াহিয়া খান খ. ইস্কান্দার মির্জা  

গ. আইয়ুব খান  

ঘ. গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ

৬১. কত সালে যুক্তফ্রন্ট সরকার শপথ গ্রহণ করে? 

ক. ১৯৫৪ সালের ২ মার্চ 

খ. ১৯৫৪ সালের ৪ মার্চ

গ. ১৯৫৪ সালের ৩ এপ্রিল 

ঘ. ১৯৫৪ সালের ১ মে 

৬২. যুক্তফ্রন্টের ২১ দফার অন্তভু​র্ক্ত ছিল—

  i. অবাধ নির্বাচন ii. বেতনবৈষম্য হ্রাস

  iii. সেচব্যবস্থার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫৬. ক ৫৭. খ ৫৮. ক ৫৯. খ ৬০. ঘ ৬১. গ ৬২. ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা