এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
১. ব্যবসায়ের দীর্ঘমেয়াদি প্রধান লক্ষ্য কোনটি?
ক. মুনাফা সর্বাধিকরণ
খ. সম্পদ সর্বাধিকরণ
গ. মূলধন গঠন
ঘ. সম্পদের ব্যবহার
২. ব্যবসায়ের বাহ্যিক উপাদান কোনটি?
ক. কর নীতি
খ. ব্যবসায়ের প্রকার
গ. মূলধন ব্যবহার
ঘ. ব্যবসায়ের আকার
৩. অ-ব্যবসায় অর্থায়নের প্রধান উদ্দেশ্য কী?
ক. মুনাফা সর্বাধিকরণ
খ. সম্পদ সর্বাধিকরণ
গ. ব্যয় নিয়ন্ত্রণ
ঘ. সামাজিক কল্যাণ
৪. মার্কোইজ-এর ‘পোর্টফোলিও’ তত্ত্ব কবে প্রণীত হয়েছিল?
ক. ১৯৫২ খ. ১৯৭০
গ. ১৯৭২ ঘ. ১৯৯১
৫. মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয় না, তাকে কী বলে?
ক. সংরক্ষিত মুনাফা খ. মোট মুনাফা
গ. লভ্যাংশ ঘ. নিট মুনাফা
৬. বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করাকে কী বলে?
ক. তারল্য ও মুনাফার নীতি
খ. বৈচিত্র্যায়ণের নীতি
গ. লভ্যাংশের নীতি
ঘ. ঝুঁকি ও মুনাফার নীতি
৭. দীর্ঘমেয়াদি বিনিয়োগকে কী বলে?
ক. মূলধন ব্যয়
খ. মূলধন গঠন
গ. পরিচালন বাজেটিং
ঘ. মূলধন বাজেটিং
৮. মোট চাহিদা কোনটির বিষয়বস্তু?
ক. ব্যষ্টিক অর্থনীতি
খ. সামষ্টিক অর্থনীতি
গ. চাহিদা
ঘ. জোগান
৯. দাম স্তরের দীর্ঘস্থায়ী বৃদ্ধিকে কী বলে?
ক. আয়
খ. মুদ্রা সংকোচন
গ. মুদ্রাস্ফীতি
ঘ. ব্যয়
১০. তারল্য ও মুনাফার সম্পর্ক কেমন?
ক. ঊর্ধ্বমুখী খ. নিম্নমুখী
গ. সমানুপাতিক ঘ. কোনো সম্পর্ক নেই
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. ক ২. ক ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. ক
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা