দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১১. প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় বেশি হলেও কিসের সৃষ্টি হতে পারে?

ক. ক্ষতির খ. ঝুঁকির

গ. উৎপাদনের ঘ. নিশ্চয়তার

১২. পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি তৈরি হয়?

ক. ব্যবসায়িক ঝুঁকি

খ. আর্থিক ঝুঁকি

গ. মৌলিক ঝুঁকি

ঘ. ফটকা ঝুঁকি

১৩. কোনো ব্যবসায়ের সার্বিক উদ্দেশ্য সাধনে কোনটির প্রভাব রয়েছে?

ক. ঝুঁকির খ. অনিশ্চয়তার

গ. ক্রেতার ঘ. বিক্রেতার

১৪. ব্যবসায়ে কীভাবে অপ্রত্যাশিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়?

ক. ক্ষতির পর ব্যবস্থা নিলে

খ. কম প্রকল্প হাতে নিলে

গ. ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বিচার করে ব্যবস্থা গ্রহণ করলে

ঘ. ক্ষতির আগে ও পরে ব্যবস্থা নিলে

১৫. কোনো ব্যবসায়ে ঝুঁকি কী?

ক. প্রত্যাশিত কোনো কিছু ঘটার সম্ভাবনা

খ. অপ্রত্যাশিত কোনো কিছু ঘটার সম্ভাবনা

গ. মুনাফা হওয়ার সম্ভাবনা

ঘ. ক্ষতি হওয়ার সম্ভাবনা

১৬. একটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে কী জড়িত থাকে?

ক. ঝুঁকি খ. নিশ্চয়তা

গ. ক্ষতি ঘ. সম্ভাবনা

১৭. ব্যবসাপ্রতিষ্ঠানে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কোনটি সবচেয়ে বেশি জরুরি?

ক. ঝুঁকির উৎস খুঁজে বের করা

খ. ঝুঁকির ফলে ক্ষতি খুঁজে বের করা

গ. ঝুঁকির প্রতিকার বের করা

ঘ. ঝুঁকির ফলে সৃষ্ট ফলাফল বের করা

১৮. একমালিকানা ও অংশীদারি কারবারে কোন ধরনের ঝুঁকি অনেক বেশি?

ক. পক্ষপাতিত্বের ঝুঁকি খ. তারল্য ঝুঁকি

গ. প্রাকৃতিক ঝুঁকি ঘ. ব্যবসায়িক ঝুঁকি

১৯. ঝুঁকি সৃষ্টি হতে পারে—

i. প্রত্যাশা থেকে আয় বেশি হলে

ii. প্রত্যাশা থেকে আয় কম হলে

iii. প্রত্যাশার সমান আয় হলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং উপযুক্ত মূল্যে শেয়ার বা বন্ড বিক্রি করতে না পারে, তখন কী ধরনের ঝুঁকির উদ্ভব হয়?

ক. তারল্য ঝুঁকি

খ. বিক্রয় ঝুঁকি

গ. সুদের হারের ঝুঁকি

ঘ. কারিগরি ঝুঁকি

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১১.খ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.ক

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা