এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | অপরিচিতা : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অপরিচিতা

উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সড়ক দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পর মা–বাবার শত চাপেও দ্বিতীয় বিবাহ না করে সংসার নির্বাহের জন্য স্কুলে শিক্ষকতা শুরু করে ফাহমিদা।

২১. উদ্দীপকের ফাহমিদা ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের অনুরূপ?

ক. কল্যাণী খ. অনুপম

গ. হরিশ ঘ. শম্ভুনাথ

২২. যেদিক দিয়ে উক্ত চরিত্রদ্বয়ের মিল—

i. বিবাহের সিদ্ধান্তের দিক থেকে

ii. পেশা গ্রহণের দিক থেকে

iii. চেতনাগত দিক থেকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. কনের পিতা কার সাথে কথা বলা আবশ্যক মনে করলেন না?

ক. অনুপমের খ. অনুপমের মামার

গ. বরযাত্রীদের ঘ. হরিশের

২৪. অনুপমের মামা কেন তার বিয়ের সম্বন্ধের কথা তুলতে পারেন না?

ক. ভয়ে খ. লজ্জায়

গ. অপমানে ঘ. অভিমানে

২৫. হরিশের ক্ষেত্রে কোন শব্দটি অধিক গ্রহণযোগ্য?

ক. রাগী খ. সরল

গ. লম্পট ঘ. রসিক

২৬. ‘অপরিচিতা’ গল্পে স্টেশনমাস্টার ছিল________। ফাঁকা ঘরটিতে কোন শব্দটির সঠিক প্রয়োগ হবে?

ক. ভারতীয় খ. ইতালীয়

গ. ফরাসি ঘ. ইংরেজ

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মায়মুনা শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে মায়ের কাছে ফিরে এলে সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে মায়মুনাকে আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

২৭. মায়মুনার সঙ্গে পরিণতির বিষয়ে বৈসাদৃশ্য রয়েছে কার?

ক. দিগম্বরীর খ. মাতিলদার

গ. কল্যাণীর ঘ. ফোরস্টিয়ারের

২৮. উক্ত বৈসাদৃশ্যের স্বরূপ—

i. ব্যক্তিত্ববান

ii. আত্মসচেতন

iii. দারিদ্র্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কে তুমি সেজেছ নারী/ চিনেও চিনিতে নারি

উদার লাবণ্য তব /রহিয়াছে ভরিয়া ভব,

তুমিই বিশ্বের জ্যোতি।

২৯. উদ্দীপকের কবির বর্ণনায় তোমার পঠিত কোন চরিত্রের ভাবগত সাদৃশ্য পাওয়া যায়?

ক. অনুপম খ. হরিশ

গ. বিনু ঘ. শম্ভুনাথ

৩০. সাদৃশ্য পাওয়া যায় উভয়ের মধ্যে যে বিষয়ে—

i. রোমান্টিক চেতনায়

ii. ব্যক্তিগত অপূর্ণতায়

iii. উচ্চাকাঙ্ক্ষায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অপরিচিতা: ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.ক ৩০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন