অধ্যায় ১
১৫. রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহারে—
i. ম্যাক্রো পদ্ধতি বেশি উপযোগী
ii. দূষণ কম হয়
iii. পানির pH সমতায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. রসায়নে অনুসন্ধান ও গবেষণার ধাপ কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
১৭. অনুসন্ধান ও গবেষণাপ্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি?
ক. কাজের পরিকল্পনা
খ. তথ্য ও উপাত্ত বিশ্লেষণ
গ. বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান
ঘ. পরীক্ষণ ও তথ্য–উপাত্ত সংগ্রহ
১৮. ক্যালসিয়াম অক্সাইড ও পানির বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
ক. তাপ উৎপন্ন হয় খ. তাপ শোষিত হয়
গ. অ্যাসিড উৎপন্ন হয় ঘ. লবণ উৎপন্ন হয়
১৯. অ্যামোনিয়াম ক্লোরাইড কী মাত্রায় পানিতে দ্রবণীয়?
ক. সম্পূর্ণ দ্রবণীয় খ. আংশিক মাত্রায় অদ্রবণীয়
গ. অদ্রবণীয় ঘ. সামান্য পরিমাণে দ্রবণীয়
২০. বিস্ফোরক পদার্থ নয় কোনটি?
ক. টিএনটি
খ. জৈব পার–অক্সাইড
গ. নাইট্রোগ্লিসারিন
ঘ. টলুইন
২১. কোনটি উত্তেজক পদার্থ?
ক. নাইট্রাস অক্সাইড
খ. মিথানল
গ. ইথার ঘ. বেনজিন
২২. বিপজ্জনক সাংকেতিক চিহ্ন দ্বারা কোনটি বোঝায়?
ক. বিস্ফোরক দ্রব্য
খ. মারাত্মক বিষাক্ত পদার্থ
গ. জারক পদার্থ
ঘ. তেজস্ক্রিয় পদার্থ
২৩. নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষতি হতে পারে?
ক. ফ্লোরিন খ. ক্লোরিন
গ. ব্রোমিন ঘ. আয়োডিন
২৪. ক্যানসারের মতো কঠিন রোগ সৃষ্টি করতে পারে কোন যৌগ?
ক. টলুইন খ. সিমেন্ট ডাস্ট
গ. লঘু অ্যাসিড ঘ. নাইট্রাস অক্সাইড
২৫. নাইট্রাস অক্সাইড কোন ধরনের পদার্থ
ক. বিষাক্ত পদার্থ
খ. দাহ্য পদার্থ
গ. বিস্ফোরক পদার্থ
ঘ. উত্তেজক পদার্থ
২৬. নিচের কোনটি শ্বাসকষ্টের জন্য দায়ী?
ক. N2 খ. H2
গ. Cl2 ঘ. CO2
২৭. স্বাস্থ্যে ঝুঁকিপূর্ণ পদার্থ নয় নিচের কোনটি?.
ক. বেনজিন খ. টিএনটি
গ. টলুইন ঘ. জাইলিন
২৮. নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
ক. ইউরেনিয়াম
খ. হাইড্রোক্লোরিক অ্যাসিড
গ. নাইট্রাস অক্সাইড
ঘ. বেনজিন
২৯. রাসায়নিক দ্রব্য সংরক্ষণের সময় যা মাথায় রাখা জরুরি—
i. মাত্রাতিরিক্ত ভিত্তিতে শ্রেণিবিভাগ
ii. ঝুঁকির সতর্কতা সংক্রান্ত ডাটাবেজ তৈরি
iii. সর্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮. ক ২৯. গ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা