অধ্যায় ১
২১. কোন ভূমিক্ষয়ের কারণে জমির উর্বরতা হ্রাস পায়?
ক. রিল ভূমিক্ষয়
খ. আস্তরণ ভূমিক্ষয়
গ. গালি ভূমিক্ষয়
ঘ. নদীভাঙন ভূমিক্ষয়
২২. কোন ভূমিক্ষয় থেকে নালা ভূমিক্ষয়ের উদ্ভব হয়েছে?
ক. রিল খ. গালি
গ. বায়ু ঘ. নদীভাঙন
২৩. কোন ধরনের ভূমিক্ষয়ে লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়?
ক. গালি ভূমিক্ষয় খ. আস্তরণ ভূমিক্ষয়
গ. রিল ভূমিক্ষয় ঘ. নালা ভূমিক্ষয়
২৪. ভূমিক্ষয় রোধে কোন ফসলগুলো চাষ করা উচিত?
ক. আখ ও খেসারি
খ. চিনাবাদাম ও মাষকলাই
গ. চিনাবাদাম ও ভুট্টা
ঘ. মাষকলাই ও ধান
২৫. কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?
ক. ধান খ. ডাল
গ. গম ঘ. ভুট্টা
২৬. কন্টোর পদ্ধতিতে চাষাবাদের প্রয়োজন হয় কোথায়?
ক. পাহাড়ের শীর্ষে
খ. পাহাড়ের ঢালে
গ. পাহাড়ের পাদদেশে
ঘ. উঁচু–নিচু জমিতে
২৭. পরবর্তী মৌসুমে বীজ ব্যবহার করা হলে বীজের আর্দ্রতা কত থাকা প্রয়োজন?
ক. ১২% খ. ১৮%
গ. ৩০% ঘ. ৪০%
২৮. বীজ শস্য উৎপাদনের জন্য কয়টি বিষয় জানতে হয়?
ক. ৫টি খ. ৭টি
গ. ৮টি ঘ. ১০টি
২৯. খেত থেকে বীজের জন্য যখন ধান কাটা হয় তখন, আর্দ্রতা কত থাকে?
ক. ১৮%–২০% খ. ১৮%–৩০%
গ. ১৮%–৪০% ঘ. ১৮%–৫০%
৩০. বীজের জীবনীশক্তি পরীক্ষার মাধ্যমে কী নির্ণয় করা হয়?
ক. প্রতিকূল পরিবেশে অঙ্কুরোদগম ক্ষমতা
খ. আর্দ্রতার পরিমাণ
গ. জাত বিশুদ্ধতা
ঘ. বীজ বিশুদ্ধতা
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.খ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.খ ২৬.খ ২৭.ক ২৮.খ ২৯.গ ৩০.ক
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা