অধ্যায় ৩
১. জৈবিক কারণে উদ্ভূত সমস্যা হিসেবে নিচের কোনটি অধিক গুরুত্বপূর্ণ?
ক. বেকারত্ব খ. দারিদ্র্য
গ. বিকলাঙ্গতা ঘ. ভিক্ষাবৃত্তি
২. সমাজবিজ্ঞানী Charles Zastrow সামাজিক সমস্যার কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কোনটি?
ক. অসম সাংস্কৃতিক পরিবর্তন
খ. বাস্তবমুখী নীতির অভাব
গ. শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব
ঘ. আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী
৪. বাধা সৃষ্টিকারী উপাদানকে কী বলে?
ক. সমাধান অনুসন্ধান
খ. সামাজিক সমস্যা
গ. সামাজিক সমস্যার অনুকল্প
ঘ. সমস্যার প্রগতি
৫. সামাজিক সমস্যাগুলো কার স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে?
ক. ব্যক্তির খ. সমাজের
গ. পরিবারের ঘ. রাষ্ট্রের
৬. Problem শব্দটির উৎপত্তি হয়েছে কোন গ্রিক শব্দ থেকে?
ক. Problema খ. Problemia
গ. Probleme ঘ. Problemcia
৭. আধুনিক পুঁজিবাদী সমাজের অন্যতম বৈশিষ্ট্য কী?
ক. সম্পদের সুষম বণ্টন
খ. সম্পদের অসমবণ্টন
গ. সম্পদের দুষ্প্রাপ্যতা
ঘ. সম্পদের স্বল্পতা
৮. কোনটি অনুভব করার বিষয় হিসেবে অধিক উপযোগী?
ক. সামাজিক আইন
খ. সামাজিক গতিশীলতা
গ. সামাজিক সমস্যা
ঘ. সামাজিক সম্প্রীতি
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.গ ২.গ ৩.ঘ ৪.খ ৫.খ ৬.ক ৭.খ ৮.গ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা