এসএসসি ২০২২ - হিসাববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
৯১. ক্রয় ফেরত জাবেদার ছকে অন্তর্ভুক্ত থাকে—
ক. চালান নম্বর খ. ডেবিট নোট নম্বর
গ. ক্রেডিট নোট নম্বর ঘ. ক্যাশমেমোর নম্বর
৯২. ডেবিট নোট কে তৈরি করে?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. সরবরাহকারী ঘ. উৎপাদক
৯৩. বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি?
ক. চালান খ. ডেবিট নোট
গ. ক্রেডিট নোট ঘ. ভাউচার
৯৪. ধারে মাল বিক্রয়সংক্রান্ত সমুদয় লেনদেন কোন বইতে লেখা হয়?
ক. ক্রয় জাবেদা
খ. বিক্রয় জাবেদা
গ. ক্রয়ফেরত জাবেদা
ঘ. বিক্রয়ফেরত জাবেদা
৯৫. ‘বিনা মূল্যে পণ্য বিতরণ’ এই লেনদেন দ্বারা কোনটিকে ডেবিট করতে হবে?
ক. ক্রয় খ. মনিহারি
গ. বিজ্ঞাপন ঘ. বিবিধ ক্ষতি
নিচের উদ্দীপকটি পড়ে ৯৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মি. হাবিব নগদ ২০ হাজার টাকা, ১০ হাজার টাকার পণ্য, ৫ হাজার টাকার আসবাব ও ১০ হাজার টাকার ব্যাংকঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন।
৯৬. মি. হাবিবের মূলধনের পরিমাণ কত?
ক. ২০ হাজার টাকা খ. ৩০ হাজার টাকা
গ. ৩৫ হাজার টাকা ঘ. ৪৫ হাজার টাকা
৯৭. কোনটি প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হবে?
ক. বাকিতে ক্রয় খ. বকেয়া বেতন
গ. বিক্রয়ফেরত ঘ. নগদ বিক্রয়
৯৮. আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য আয় হিসাবভুক্ত করতে কোনটির প্রয়োজন?
ক. খতিয়ানভুক্তকরণ খ. সমন্বয় দাখিলা প্রদান
গ. কার্যপত্র প্রস্তুতকরণ ঘ. সমাপনী দাখিলা প্রদান
৯৯. হিসাবকাল শেষে কোন হিসাবটি বন্ধ করা হয়?
ক. নগদান হিসাব খ. ব্যাংকঋণ হিসাব
গ. উত্তোলন হিসাব ঘ. মূলধন হিসাব
১০০. প্রকৃত জাবেদা হচ্ছে—
i. সমাপনী জাবেদা
ii. নগদ প্রদান জাবেদা
iii. সংশোধনী জাবেদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ৯১.খ ৯২.ক ৯৩.গ ৯৪.খ ৯৫.গ ৯৬.গ ৯৭.খ ৯৮.খ ৯৯.গ ১০০.খ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)