অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ২
৯১. দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে তাদের কিসের সাহায্য করতে হয়?
ক. হাব খ. রাউটার
গ. মডেম ঘ. ইন্টারনেট
উদ্দীপকটি পড়ে ৯২ ও ৯৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নাহিদা তার কম্পিউটারকে কয়েকজন বন্ধুর কম্পিউটারের সঙ্গে যুক্ত করল। তার বন্ধুরা তাদের নিজেদের ঘরে বসেই তাদের কম্পিউটারে যা নেই, এমন অনেক তথ্য নাহিদার কম্পিউটার থেকে ব্যবহার করল। তাদের কম্পিউটার যুক্ত করতে কিছু তারের প্রয়োজন হয়েছিল।
৯২. কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
ক. হাব খ. রিসোর্স
গ. সার্ভার ঘ. অ্যাডাপ্টার
৯৩. নাহিদার কম্পিউটারে কী ব্যবহৃত হয়েছে?
ক. সার্ভার খ. হাব
গ. রাউটার ঘ. অ্যাডাপ্টার
৯৪. পোর্ট বেশি থাকে কোনটিতে?
ক. হাব খ. কম্পিউটার
গ. সুইচ ঘ. মডেম
৯৫. সুইচের সবচেয়ে বড় সুবিধা কোনটি?
ক. পোর্ট বেশি থাকা
খ. মূল্য কম হওয়া
গ. তথ্য বা ডেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠানো যায়
ঘ. সুইচ অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে
৯৬. নেটওয়ার্ক তৈরিতে সুইচ ব্যবহার করলে কী হয়?
ক. দ্রুতগতিতে কাজ করে
খ. গতি কমে যায়
গ. সার্ভার নষ্ট হওয়ার আশঙ্কা বেশি
ঘ. গতি আস্তে আস্তে বাড়ে
৯৭. নেটওয়ার্কে বরাদ্দ করা ঠিকানাকে কী বলে?
ক. ম্যাক খ. ম্যাক অ্যাড্রেস
গ. সুইচ অ্যাড্রেস ঘ. অ্যাড্রেস
৯৮. কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে মূলত কী দরকার হয়?
i. সার্ভার
ii. সুইচ
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৯. একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোনটি?
ক. হাব খ. ইন্টারনেট
গ. রাউটার ঘ. মডেম
১০০. রাউটার কী কাজে ব্যবহার করা হয়?
ক. নেটওয়ার্ক তৈরিতে
খ. কথা বলতে
গ. ব্রাউজ করার কাজে
ঘ. গান শুনতে
সঠিক উত্তর
অধ্যায় ২: ৯১.ক ৯২.খ ৯৩.খ ৯৪.গ ৯৫.ঘ ৯৬.ক ৯৭.খ ৯৮.ঘ ৯৯.গ ১০০.ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা