শেষ মুহূর্তের বহুনির্বাচনি প্রশ্ন সমাধান— পদার্থবিজ্ঞান ২য় পত্র | এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামী ১৪ জুলাই রোববার, পদার্থবিজ্ঞান ২য় পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) সমাধানসহ চার পর্বে প্রকাশ করা হচ্ছে। আজকে এখানে থাকছে ২য় পর্ব। ধৈর্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।
(পর্ব ২)
১. কোন দুটি সূত্র চল তড়িতের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. ওহম ও কার্শফের সূত্র
খ. গাউস ও কার্শফের সূত্র
গ. কুলম্ব ও গাউসের সূত্র
ঘ. কুলম্ব ও ওহমের সূত্র
২. অ্যাম্পিয়ার–ঘণ্টা কিসের একক?
ক. তড়িৎ শক্তি খ. তড়িৎ আধান
গ. তড়িৎ ফ্লাক্স ঘ. তড়িৎ প্রবাহ
৩. প্রবাহের ঘনত্বের একক কী?
ক. A. m খ. A. m-1
গ. A. m-2 ঘ. A. m-3
৪. আপেক্ষিক রোধের একক কোনটি?
ক. Ω খ. Ωm-1
গ. Ωm-2 ঘ. Ωm
৫. নির্দিষ্ট পরিবাহকে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত করলে সৃষ্ট তাপের পরিমাণ হবে প্রবাহিত তড়িতের—
ক. সমানুপাতিক খ. ব্যস্তানুপাতিক
গ. বর্গের ব্যস্তানুপাতিক
ঘ. বর্গের সমানুপাতিক
৬. তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ কেমন হবে?
ক. বাড়বে খ. কমবে
গ. শূন্য হবে ঘ. পরিবর্তন হবে না
৭. ওহমের সূত্রে তাপমাত্রা কোন রাশি?
ক. স্কেলার রাশি খ. ভেক্টর রাশি
গ. স্থির রাশি ঘ. চলক
৮. প্রতিরোধক্ষমতার একক কী?
ক. জুল খ. ধ্রুব
গ. ভোল্ট ঘ. ওহম
৯. বিদ্যুৎ–শক্তির একক কী?
ক. জুল
খ. ক্যালরি
গ. কিলোওয়াট ঘণ্টা
ঘ. কিলোওয়াট
১০. নিরাপত্তা ফিউজে কোনটি ব্যবহার করা হয়?
ক. তামা ও সালফার
খ. টিন ও তামা
গ. সিসা ও কার্বন ঘ. টিন ও সিসা
১১. ফিউজ তার তৈরিতে সিসা ও টিনের অনুপাত কত?
ক. ১: ১ খ. ২: ১
গ. ১: ২ ঘ. ৩: ১
১২. আদর্শ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত?
ক. দুই খ. অসীম
গ. শূন্য ঘ. সসীম
১৩. মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে?
ক. ফার্মাটের নীতি খ. কার্শফের সূত্র
গ. ওহমের সূত্র ঘ. হুইটস্টোন নীতি
১৪. নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহকের রোধ এর দৈর্ঘ্যের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়?
ক. সমানুপাতে
খ. ব্যস্তানুপাতে
গ. বর্গের সমানুপাতে
ঘ. বর্গের ব্যস্তানুপাতে
১৫. নিচের কোন এককটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক?
ক. ভোল্ট খ. অ্যাম্পিয়ার
গ. ওয়াট ঘ. ওহম
১৬. কোনো তারের আপেক্ষিক রোধ নির্ভর করে যার ওপর—
i. তারের দৈর্ঘ্যের
ii. তারের তাপমাত্রা
iii. তারের উপাদানের
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. কোনো পরিবাহকের রোধ—
i. তাপমাত্রা বাড়লে বৃদ্ধি পায়
ii. দৈর্ঘ্য বাড়লে বৃদ্ধি পায়
iii. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে বৃদ্ধি পায়
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. রোধের উষ্ণতা সহগ নির্ভর করে—
i. পদার্থটির দৈর্ঘ্যের ওপর
ii. পদার্থটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর
iii. উপাদানের ওপর
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯. এক কিলোওয়াট ঘণ্টা = কত জুল?
ক. 3.6 × 105 খ. 3.6 × 106
গ. 3.6 × 103 ঘ. 3.60
২০. কির্শফের সূত্রগুলো কোনটি?
ক. ∑i = 0 ও ∑iR = 0
খ. ∑iR = 0 ও ∑i = ∑E
গ. ∑i = 0 ও ∑iR = ∑E
ঘ. ∑R = 0 ও ∑i = 0
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১. ঘ ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. গ
২১. তাপের যান্ত্রিক সমতার একক কোনটি?
ক. ক্যালরি/গ্রাম খ. জুল/ক্যালরি
গ. ক্যালরি/জুল ঘ. জুল–ক্যালরি
২২. তাপমাত্রা থেকে বিদ্যুৎ–শক্তি পাওয়া সম্ভব কোন প্রক্রিয়ায়?
ক. সিবেক খ. পেলশিয়ার
গ. থমসন ঘ. সমতা
২৩. হুইটস্টোন ব্রিজ নীতির ভিত্তিতে পরিচালিত হয়—
i. পোস্ট অফিস বক্স
ii. পটেনশিওমিটার
iii. মিটার ব্রিজ
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. পোস্ট অফিস বক্স কোন কাজে ব্যবহার হয়?
ক. পোস্ট অফিসে বিল সংগ্রহে
খ. পরিবাহীর অজানা রোধ নির্ণয়ে
গ. কোষের তড়িচ্চালক বল নির্ণয়ে
ঘ. বর্তনীর প্রবাহমাত্রা নির্ণয়ে
২৫. কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়?
ক. ক্যালরিমিটার খ. গ্যালভানোমিটার
গ. পটেনশিওমিটার ঘ. মিটার ব্রিজ
২৬. কোষের অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পেলে বর্তনীর তড়িৎ প্রবাহমাত্রা কী হয়?
ক. সমানুপাতে বাড়ে
খ. সমানুপাতে কমে
গ. ব্যস্তানুপাতে কমে
ঘ. ব্যস্তানুপাতে বাড়ে
২৭. তড়িচ্চালক শক্তির একক কোনটি?
ক. জুল খ. ভোল্ট
গ. কুলম্ব ঘ. অ্যাম্পিয়ার
২৮. শান্ট ব্যবহৃত হয় কোন যন্ত্রে?
ক. অ্যামিটার খ. ভোল্ট মিটার
গ. মিটার ব্রিজ ঘ. পোস্ট অফিস বক্স
২৯. নিচের কোনটি শান্টের ক্ষমতা গুণক?
ক. (G+S) G খ. G (G+s)
গ. S (G+S) ঘ. (G+S) S
৩০. নিচের কোনটির রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক?
ক. ইস্পাত খ. জার্মেনিয়াম
গ. তামা ঘ. পিতল
৩১. তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর পরিবাহকত্ব কী রূপ হবে?
ক. বৃদ্ধি পাবে খ. অপরিবর্তিত থাকবে
গ. হ্রাস পাবে ঘ. শূন্য হবে
৩২. কোন যন্ত্রটি রোধ পরিমাপে ব্যবহৃত হয়?
ক. পটেনশিওমিটার খ. অ্যামিটার
গ. মিটার ব্রিজ ঘ. ভোল্টমিটার
৩৩. কোন নীতির ওপর ভিত্তি করে মিটার ব্রিজ তৈরি করা হয়?
ক. ভরবেগের সংরক্ষণশীলতা নীতি খ. শক্তির সংরক্ষণশীলতা নীতি
গ. হুইটস্টোন ব্রিজ নীতি ঘ. তড়িৎ চার্জের সংরক্ষণশীলতা নীতি
৩৪. একটি তারকে টেনে লম্বা করলে—
i. আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়
ii. রোধ বৃদ্ধি পায় iii. রোধ হ্রাস পায়
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. একটি পরিবাহী তারের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে উহার রোধ কী হবে?
ক. অর্ধেক খ. দ্বিগুণ
গ. চার গুণ ঘ. পরিবর্তন হবে না
৩৬. একটি তারকে সমান দুই ভাগ করলে কী হবে?
ক. আপেক্ষিক রোধ কমে যায় খ. আপেক্ষিক রোধ বেড়ে যায়
গ. বৈদ্যুতিক পরিবাহকত্ব কমে যায় ঘ. আপেক্ষিক রোধ একই থাকে
৩৭. অ্যালুমিনিয়ামের উষ্ণতা সহগ কোনটি?
ক. 1.65 x 10-3 (°C)-1 খ. 3.25 x 10-3 (°C)-1
গ. 3.9 x 10-3 (°C)-1 ঘ. 4.5 x 10-3 (°C)-1
৩৮. নিচের কোন পদার্থটির রোধের উষ্ণতা সহগের মান ঋণাত্মক?
ক. তামা খ. পিতল
গ. অ্যালুমিনিয়াম ঘ. সিলিকন
৩৯. বৃত্তাকার প্রন্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে, রোধ কত হবে?
ক. এক–চতুর্থাংশ খ. অর্ধেক
গ. দ্বিগুণ ঘ. চার গুণ
৪০. শান্ট সরাসরি ব্যবহার করা হয়—
i. অ্যামিটারে
ii. ভোল্টমিটারে
iii. গ্যালভানোমিটারে
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. গ্যালভানোমিটারের ক্ষেত্র—
i. অ্যামিটার হিসেবে ব্যবহার করা যায়
ii. ভোল্টমিটার হিসেবে ব্যবহার করা যায়
iii. তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা যায়
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১. খ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. গ ৩৩. গ ৩৪. খ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. গ ৪১. ঘ
মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা