গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-১২)
অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা আমাদের এখানে যেকোনো গাণিতিক সমস্যা পাঠাতে পারো, আবার চাইলে যেকোনো সমস্যার সমাধানও পাঠাতে পারো। সেখান থেকে বাছাইকৃত লেখা ছাপা হবে প্রথম আলোর গণিত ইশকুলে।
প্রশ্ন:
x একটি দুই অংকের ধনাত্মক পূর্ণসংখ্যা ও y একটি তিন অংকের ধনাত্মক পূর্ণসংখ্যা । x-কে y% বাড়ালে ও y-কে x% কমালে একই সংখ্যা পাওয়া যায় । এমন কয় জোড়া (x, y) থাকা সম্ভব ?
সমাধান:
x-কে y% বাড়ালে সংখ্যাটি হয় = x + x × y% = x + xy/100
এবং y-কে x% কমালে সংখ্যাটি হয় = y – y × x% = y – xy/100
প্রশ্নমতে, x + xy/100 = y – xy/100
বা, y – x = 2xy/100
বা, y – x = xy/50
বা, (y – x)/y = x/50
বা, 1 – x/y = x/50
বা, x/y = 1 – x/50
বা, x/y = (50 – x)/50
∴ y = 50x/(50 – x) … … … (i)
এখন, আমাদের শর্ত দেওয়া আছে, x হলো দুই অঙ্কের সংখ্যা অর্থাৎ 10 ≤ x < 100 এবং y হলো তিন অঙ্কের সংখ্যা অর্থাৎ 100 ≤ y < 1000।
কিন্তু, y = 100 হলে, (i) হতে পাই— x = 100/3 > 33 … … … (ii)
এবং y = 1000 হলে, (i) হতে পাই— x = 1000/21 < 48 … … … (iii)
(ii), (iii) হতে x-এর সম্ভাব্য সীমা পাই— 33 < x < 48
এখন, 33 < x < 48 সীমার মধ্যে x এর মান (i) এ বসিয়ে চেক করে পাই—
x = 34 হলে, y = 425/4
x = 35 হলে, y = 350/3
x = 36 হলে, y = 900/7
x = 37 হলে, y = 1850/13
x = 38 হলে, y = 475/3
x = 39 হলে, y = 1950/11
x = 40 হলে, y = 200
x = 41 হলে, y = 2050/9
x = 42 হলে, y = 525/2
x = 43 হলে, y = 2150/7
x = 44 হলে, y = 1100/3
x = 45 হলে, y = 450
x = 46 হলে, y = 575
x = 47 হলে, y = 2350/3
∴ গ্রহণযোগ্য জোড়া হলো: (x, y) = (40, 200) , (45, 450), (46, 575) অর্থাৎ তিন জোড়া (x, y) থাকা সম্ভব।