ক্রিয়াপদের চলিত রূপ
১০১. প্রশ্ন: রাজপুত্র বন্ধুর জন্য বাঁশি বাজাইয়া রাখাল সুখ পায়।
উত্তর: রাজপুত্র বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল সুখ পায়।
১০২প্রশ্ন: আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করিতে চাই।
উত্তর: আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই।
১০৩. প্রশ্ন: আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করিয়া থাকি।
উত্তর: আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করে থাকি।
১০৪. প্রশ্ন: রাজপুত্র রাজা হয়ে রাখালকে মন্ত্রী বানাইবে।
উত্তর: রাজপুত্র রাজা হয়ে রাখালকে মন্ত্রী বানাবে।
১০৫. প্রশ্ন: রাজপুরী আলো করিয়া থাকে রানি।
উত্তর: রাজপুরী আলো করে থাকে রানি।
১০৬. প্রশ্ন: রাখাল মাঠে গরু চরাইতেছে।
উত্তর: রাখাল মাঠে গরু চরাচ্ছে।
১০৭. প্রশ্ন: কাঞ্চনমালা চোখের জল ফেলিয়া দুঃখের কথা বলে।
উত্তর: কাঞ্চনমালা চোখের জল ফেলে দুঃখের কথা বলে।
১০৮. প্রশ্ন: নকল রানি পিঠা বানাইতে চেষ্টা করে।
উত্তর: নকল রানি পিঠা বানাতে চেষ্টা করে।
১০৯. প্রশ্ন: সৈকত ও তার বন্ধুরা মাঠে খেলিতেছে।
উত্তর: সৈকত ও তার বন্ধুরা মাঠে খেলছে।
১১০প্রশ্ন: মুক্তিযোদ্ধারা আমাদের স্মৃতিতে বাঁচিয়া আছে।
উত্তর: মুক্তিযোদ্ধারা আমাদের স্মৃতিতে বেঁচে আছে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা