যুক্তফ্রন্ট ও আগরতলা মামলা - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অধ্যায় ১ | দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলখানা থেকে ট্রাইব্যুনালে যাচ্ছেন শেখ মুজিবুর রহমান, ১৯৬৮

অধ্যায় ১

৬৩. ১৯৭০ সালের নির্বাচনে কোনটির গণরায়ের প্রতিফলন দেখা যায়?

ক. ভাষা আন্দোলনের 

খ. যুক্তফ্রন্টের গ. ছয় দফার 

ঘ. ’৬৯-এর গণ–অভ্যুত্থানের 

৬৪. কে পাকিস্তানের প্রথম সংবিধান বাতিল করেন?

ক. আইয়ুব খান খ. ইয়াহিয়া খান 

গ. ইস্কান্দার মির্জা ঘ. মোনায়েম খান 

৬৫. ১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?

ক. ১১৯টি খ. ১৬৭টি  

গ. ২২৩টি  ঘ. ২৩৭টি

৬৬. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?

ক. ৭ ডিসেম্বর খ. ১০ ডিসেম্বর 

গ. ১৬ ডিসেম্বর ঘ. ১৭ ডিসেম্বর

৬৭.  ঐতিহাসিক আগরতলা মামলার বিচার শুরু হয় কোথায়?

ক. আগরতলায় খ. ঢাকায় 

গ. করাচিতে ঘ. লাহোরে 

৬৮. আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ কত দফা কর্মসূচি ঘোষণা করে?

ক. ৬ দফা খ. ১১ দফা 

গ. ১৫ দফা ঘ. ২১ দফা

৬৯. ‘মৌলিক গণতন্ত্রে’ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভোটার ছিল কত?

ক. ৪০ হাজার খ. ৮০ হাজার 

গ. ২২ লাখ ঘ. ৬৪ লাখ 

৭০. পাকিস্তানি শাসন পর্বে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন কোনটি?

ক. অসহযোগ আন্দোলন 

খ. ভাষা আন্দোলন 

গ. ৬ দফা দাবি ঘ. ২১ দফা দাবি

৭১. যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতায় ছিল?

ক. ৫৬ দিন  খ. ৯৫ দিন 

গ. ১২৬ দিন  ঘ. ১৭০ দিন

৭২. পূর্ব বাংলায় পাকিস্তানের অরাজক শাসন পর্ব শুরু হয় কবে থেকে?

ক. ভাষা আন্দোলনের পর 

খ. যুক্তফ্রন্ট সরকার বরখাস্তের পর 

গ. ৬ দফা আন্দোলনের পর

ঘ. আগরতলা মামলার পর

৭৩. বাঙালি জাতীয় ঐক্য গঠিত হয়—

i. বাংলা ভাষার পরিচয়ে

  ii. ইতিহাস–ঐতিহ্যের পরিচয়ে

  iii. বাঙালি জাতিগত পরিচয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৪. ঐতিহাসিক আগরতলা মামলার আসামি ছিলেন কত জন?

ক. ২১ জন খ. ৩২ জন 

গ. ৩৫ জন ঘ. ৩৮ জন

৭৫. ঐতিহাসিক আগরতলা মামলার এক নম্বর আসামী কে ছিলেন?

ক. শেরে বাংলা একে ফজলুল হক 

খ. শেখ মুজিবুর রহমান 

গ. কামরুদ্দিন আহমেদ

ঘ. মাহবুব উল আলম

৭৬. শেখ মুজিবুর রহমানকে ছাত্র সংগ্রাম পরিষদ কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে?

ক. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি

খ. ১৯৬৯ সালের ২৬ মার্চ

গ. ১৯৬৯ সালের ২৩ জুন

ঘ. ১৯৬৯ সালের ১৬ ডিসেম্বর

৭৭. প্রেসিডেন্ট পদ থেকে আইয়ুব খান কবে ইস্তফা দেন?

ক. ২৩ ফেব্রুয়ারি ১৯৫৯ 

খ. ২৫ মার্চ ১৯৬৯ 

গ. ২৫ মার্চ ১৯৭১ খ. ১৬ ডিসেম্বর ১৯৭১ 

৭৮. ‘এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে’ সাধারণ নির্বাচন হয়েছিল কবে?

ক. ৫ জানুয়ারি ১৯৬৮   খ. ১০ মার্চ ১৯৭০ 

গ. ৭ ডিসেম্বর ১৯৭০ 

ঘ. ২০ জানুয়ারি ১৯৭১

৭৯. ‘জাতীয়তাবাদ’ বলতে কী বোঝায়?

ক. জাতীয় চেতনা খ. জাতীয় ঐক্য 

গ. জাতীয় পরিচয় ঘ. জাতীয় ঐতিহ্য

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬৩. গ ৬৪. গ ৬৫. গ ৬৬. ঘ ৬৭. খ ৬৮. গ ৬৯. খ ৭০. খ ৭১. ক ৭২. খ ৭৩. ঘ ৭৪. গ ৭৫. খ ৭৬. ক ৭৭. খ ৭৮. গ ৭৯. খ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা