প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা (১১)
বাংলা বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ৭ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং দুটি অনুচ্ছেদ থেকে ৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে(৮+৭)=১৫।এবং একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০। বাংলায় মোট ২৫ নম্বর
সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও
১. ওয়ারী-বটেশ্বরে পাওয়া সভ্যতা প্রাচীনকালে বিশ্বজুড়ে পরিচিত ছিল কী নামে?
ক. সোনাগড়া খ. শালবন বিহার
গ. গৌড় ঘ. বঙ
২. ওয়ারী-বটেশ্বরে খননকাজ শুরু হয় কত সালে?
ক. ১৯৬০ খ. ১৯৮০
গ. ২০০০ ঘ. ২০২২
৩. কত বছর আগে উয়ারী-বটেশ্বর নগরসভ্যতা গড়ে উঠেছিল?
ক. এক হাজার বছর খ. দেড় হাজার বছর
গ. দুই হাজার বছর ঘ. আড়াই হাজার বছর
৪. জগদীশ চন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
ক. পদার্থবিজ্ঞানের খ. উদ্ভিদবিজ্ঞানের
গ. গণিতের ঘ. চিকিত্সাবিজ্ঞানের
৫. মহানবী (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন কোন পাহাড়ে দাঁড়িয়ে?
ক. জাবালে রহমত খ. তুর পাহাড়ে
গ. হেরা পাহাড়ে ঘ. ওহুদ পাহাড়ে
৬. ক্যাঙ্গারু বললেই মনে পড়ে কোন দেশের কথা?
ক. ভারত খ. বাংলাদেশ
গ. অস্ট্রেলিয়া ঘ. আফ্রিকা
৭. আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়?
ক. সিংহ খ. হাতি
গ. বাঘ ঘ. উট
৮. বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়?
ক. সিলেট ও খুলনার
খ. ভাওয়াল ও মধুপুরের
গ. রাঙামাটি ও বান্দরবানের
ঘ. সুন্দরবন ও রাঙামাটির
সঠিক উত্তরঃ ১.ক ২.গ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.গ ৭.ক ৮.গ
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা