২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৭১. আইসিটির ব্যবহার কীরূপ?

ক. একমুখী খ. দ্বিমুখী

গ. ত্রিমুখী ঘ. সর্বমুখী

৭২. E-mail-এর পূর্ণ রূপ কোনটি?

ক. Electronic Mail

খ. Emergency Mail

গ. Electro Mail

ঘ. Earning Mail

৭৩. কোনটি বিশেষায়িত কাজের ক্ষেত্র?

ক. ই-মেইল

খ. ইন্টারনেট

গ. সাধারণ অফিস সফটওয়্যারের ব্যবহার

ঘ. প্রোগ্রামিং

৭৪. বিশ্বব্যাপী ক্যারিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র কোনটি?

ক. কম্পিউটার

খ. জব সাইট

গ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

ঘ. পত্রিকা

৭৫. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেশা কোন ধরনের ক্যারিয়ার?

ক. কম্পিউটার খ. ওয়েবসাইট নির্মাণ

গ. ইন্টারনেট ঘ. আইসিটি

৭৬. কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোন ধরনের ক্যারিয়ার?

ক. আইসিটি খ. রোবোটিক

গ. ব্যবসা ঘ. ইন্টারনেট

৭৭. প্রোগ্রামিং করতে হলে অবশ্যই কোন বিষয়টি জানা প্রয়োজন?

ক. ইন্টারনেট খ. ওয়েব

গ. কম্পিউটার ঘ. প্রোগ্রামিং ভাষা

৭৮. আইসিটিতে মোট কয়টি ক্যারিয়ারের ক্ষেত্র রয়েছে?

ক. ৫০টি খ. ১০০টি

গ. শত শত ঘ. হাজার হাজার

৭৯. প্রোগ্রাম তৈরি করা হয় কী দিয়ে?

ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার

গ. ইন্টারনেট ঘ. অ্যাপস

৮০. স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কোনটির মাধ্যমে করা হয়?

ক. এমএস ওয়ার্ড খ. এমএস এক্সেল

গ. নেটওয়ার্ক ঘ. প্রোগ্রামিং

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৭১.ঘ ৭২.ক ৭৩.ঘ ৭৪.গ ৭৫.ঘ ৭৬.ক ৭৭.ঘ ৭৮.ঘ ৭৯.খ ৮০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা