এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
২১. ব্যবসায় চক্র বিশ্লেষণ নীতির ক্ষেত্রে কী করা হয়?
ক. ব্যক্তিগত ঝুঁকি পরিমাপ করা হয়
খ. বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতিতে ঝুঁকি বিশ্লেষণ করা হয়
গ. ব্যবসায়ের তারল্য পরিমাপ করা হয়
ঘ. সম্পত্তির চক্রবৃদ্ধির হার বিশ্লেষণ করা হয়
২২. তারল্য বৃদ্ধি করলে মুনাফার কী হতে পারে?
ক. হ্রাস
খ. বৃদ্ধি
গ. কোনো পরিবর্তন হয় না
ঘ. শতকরা হার বৃদ্ধি
২৩. প্রতিষ্ঠানের তারল্যের সঙ্গে নিচের কোনটির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে?
ক. স্থায়ী মূলধন
খ. বিজ্ঞাপন ব্যয়
গ. চলতি মূলধন
ঘ. প্রাতিষ্ঠানিক দক্ষতা
২৪. অর্থের সময় মূল্য নীতিতে কী করা হয়?
ক. বর্তমান অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়
খ. ভবিষ্যতে প্রাপ্য আয়সমূহের বর্তমান মূল্য নির্ণয় করা হয়
গ. অর্থের মাসিক ও বার্ষিক মূল্য বিবেচনা করা হয়
ঘ. অর্থের শুধু অতীত মূল্য বিবেচনা করা হয়
২৫. সম্পদ সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কী?
ক. প্রতিষ্ঠানের মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি করা
খ. প্রতিষ্ঠানের নিট সম্পদ বৃদ্ধি করা
গ. প্রতিষ্ঠানের দায় সর্বোচ্চকরণ
ঘ. প্রতিষ্ঠানের তারল্য সর্বোচ্চকরণ
২৬. তারল্য ও দেউলিয়াত্বের ঝুঁকির মধ্যে কী রকম সম্পর্ক বিদ্যমান?
ক. সমমুখী খ. সমান্তরাল
গ. বিপরীতমুখী ঘ. সমানুপাতিক
২৭. প্রয়োজনের অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে কী হয়?
ক. তারল্য ঝুঁকি বৃদ্ধি
খ. তারল্যজনিত সুযোগ ব্যয় বৃদ্ধি
গ. মুনাফা বৃদ্ধি
ঘ. তারল্য ঘাটতি ব্যয়ের সৃষ্টি
২৮. নিচের কোনটি মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে বিবেচনা করা হয় না?
ক. মুনাফা বৃদ্ধি
খ. সম্পদের সর্বোত্তম ব্যবহার
গ. অর্থের সময় মূল্য
ঘ. সামাজিক কল্যাণ
২৯. সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে নিচের কোনটিকে বিবেচনা করা হয় না?
ক. অর্থের সময় মূল্য
খ. ঝুঁকি
গ. নিট নগদ প্রবাহ
ঘ. তারল্য
৩০. নিচের কোনটি অর্থায়নের কাজ নয়?
ক. অর্থ সংগ্রহ
খ. বাজারজাতকরণ
গ. বিনিয়োগ
ঘ. মূলধন বাজেটিং
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.খ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.খ ২৬.গ ২৭.খ ২৮.গ ২৯.ঘ ৩০.খ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা