আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড - ২০২২ (সমস্যা ৩ এর সমাধান)

প্রিয় গণিত ইশকুলের বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছো। তোমরা জানো এবছর নরওয়ের অসলোতে ৬৩ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সেখানে মোট ৬ টি সমস্যা সমাধান করার জন্য দেওয়া হয়েছিল। গত পর্বগুলোতে আমরা সমস্যা ১ ও ২ এর সমাধান দেখেছিলাম। আজকের এই পর্বে আমরা সমস্যা ৩ এর সমাধান দেখব।

প্রশ্ন:

ধরো k একটি নির্দিষ্ট ধনাত্মক পূর্ণসংখ্যা এবং S কিছু বেজোড় মৌলিক সংখ্যার একটি সসীম সেট। প্রমাণ করো যে, S এর উপাদানগুলোকে একটি বৃত্তের চারপাশে সর্বোচ্চ 1 টি বিন্যাসে (দুটি বিন্যাসকে আমরা একই ধরব যদি একটিকে ঘুরিয়ে বা প্রতিফলিত করে অন্যটি পাওয়া যায়) সাজানো যাবে যেনো, পাশাপাশি থাকা দুটি সংখ্যার গুণফল সবসময় x2 + x + k আকারের হয় যেখানে x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা।

সমাধান:

ধরে নাও, S সেটটিতে n টি মৌলিক সংখ্যা আছে। যদি S সেটের মৌলিক সংখ্যাগুলোকে একটি বৃত্তের চারপাশে এমনভাবে সাজানো যায় যেন পাশাপাশি দুটি মৌলিক সংখ্যার গুণফল x2 + x + k হয়, তবে আমরা S সেটকে good সেট বলব।

Claim-1: ধরি, S সেটটি good। p যদি সেটটির বৃহত্তম মৌলিক সংখ্যা হয়ে থাকে, তবে p এর দু’পাশের মৌলিক সংখ্যাগুলো ইউনিক (অনন্য) হবে।

প্রমাণ: ধরি, p এর দু’পাশের মৌলিক সংখ্যাদ্বয় q ও r, যেন q > r.

∴ pq = a2 + a + k … … … (i)

∴ pr = b2 + b + k … … … (ii)

যেখানে, a ও b দুটি ধনাত্নক পূর্ণসংখ্যা এবং a > b.

এখন, p2 > pq = a2 + a + k > a2

∴ p > a

একইভাবে, p > b

আমরা জানি, x2 + x + k ≡ 0 (mod p) এর [0, p – 1] এর জন্য সর্বোচ্চ দুইটি সমাধান আছে। তাই, a, b অবশ্যই ইউনিক (অনন্য) হবে। যার থেকে পাই, q, r অবশ্যই ইউনিক (অনন্য) হবে।

Claim-2: একটি পূর্ণসংখ্যা u আছে যেন, qr = u2 + u + k হয়।

প্রমাণ: (i) হতে (ii) বিয়োগ করে পাই,

P(q – r) = (a + b + 1)(a – b)

লক্ষ্য করো, p > a – b এবং 2p > a + b + 1

তাই অবশ্যই, p = a + b + 1

ধরো, x = 2a + 1, y = 2b + 1, s = 4k – 1

∴ p2qr = (a2 + a + k)(b2 + b + k)

            = 1/16 × (x2 + s)(y2 + s)

            = 1/16 × {(xy - s)2 + s(x + y)2}

            = 1/16 × {(xy - s)2 + 4p2s}

            = (p2/4) × [{(xy – s)/2p}2 + s]

লক্ষ্য করো, xy – s = 4ab + 2a + 2b + 1 – 4k + 1

                           = 4ab – 4k + 2(a + b + 1)

                           = 4(p – b – 1)b – 4k + 2p

                           = 4pb – 4b2 – 4b – 4k + 2p

                           = 4pb – 4(b2 + b + k) + 2p

তাহলে, (xy – s)/2p = 2b – 2(b2 + b + k)/p + 1  ; যা একটি বিজোড় সংখ্যা

∴ p2qr = p2/4 × [{(xy – s)/2p}2 + s]

           = p2/4 × {(2u + 1)2 + s}  [তাহলে অবশ্যই (xy – s)/2p কে 2u + 1 আকারে লেখা যায়, যেখানে u একটি ধনাত্নক পূর্ণসংখ্যা।]

          = p2/4 × (4u2 + 4u + 1 + 4k – 1)

∴ qr = u2 + u + k

এবার, আমরা |S| = n এর উপর ইন্ডাকশন করব।

n = 2 এর জন্য অবশ্যই আমাদের স্টেটমেন্ট সত্য।

ধরি, n = k এর জন্যও স্টেটমেন্ট সত্য। এখন, আমাদের কাছে k + 1 সদস্যের একটি সেট Sk+1 আছে এবং Sk+1 একটি good সেট।

এখন, Sk+1 এর মৌলিক সংখ্যাগুলোকে বৃত্তে সাজাই। সর্ববৃহৎ মৌলিক সংখ্যা p বাদ দিই। তাহলে Claim-2 অনুযায়ী আমাদের নতুন সেটটিও good। কিন্তু নতুন সেটটির মৌলিক সংখ্যাগুলোকে সর্বোচ্চে একটি মাত্র উপায়ই বৃত্তের চারপাশে সাজানো যায়। তাহলে Claim-1 এর সহায়তায় বলতে পারি Sk+1 এর জন্যও স্টেটমেন্ট সত্য।

আরও পড়ুন
আরও পড়ুন