আজ জাতীয় পাট দিবস

সোনালি আঁশ

  • পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।

  • পাট একটি বর্ষাকালীন ফসল। এর জীবনকাল ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত।

  • বাংলাদেশে পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয়ে থাকে।

  • দুই ধরনের পাট বাংলাদেশে দেখা যায়: সাদা পাট (Corchorus capsularis) ও তোষা পাট (Corchorus olitorius)।

  • পাটের জিনোম–এর আবিষ্কারক ড. মাকসুদুল আলম।

  • বাংলাদেশে বর্তমানে পৃথিবীর মাত্র ২৪ শতাংশ পাট জন্মে। এত উৎকৃষ্ট পাট পৃথিবীর অন্য কোথাও উৎপন্ন হয় না।

  • পাটের উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।

  • বর্তমানে পাট উৎপাদনে বৃহত্তর রংপুর অঞ্চল প্রথম, ফরিদপুর অঞ্চল দ্বিতীয়, যশোর অঞ্চল তৃতীয় এবং কুষ্টিয়া অঞ্চল চতুর্থ।

  • বাংলাদেশে বর্তমানে প্রায় ৭.৫-৮.০ লাখ হেক্টর জমিতে পাট চাষ করা হয় যা থেকে প্রায় ৮০ লাখ বেল পাট আঁশ উৎপন্ন হয়ে থাকে।

  • বাংলাদেশে বছরে উৎপাদিত পাট আঁশের শতকরা প্রায় ৫১ ভাগ পাট কলগুলোতে ব্যবহৃত হয়, প্রায় ৪৪ ভাগ কাঁচা পাট বিদেশে রপ্তানি হয় ও মাত্র ৫ ভাগ দেশের অভ্যন্তরীণ ব্যবহারে কাজে লাগে।

  • ২০১৯–২০ সালে বাংলাদেশ হতে প্রায় ১৩ কোটি মার্কিন ডলার মূলে৵র কাঁচা পাট এবং ৭৫ কোিট ২০ লাখ মাির্কন ডলার মূলে৵র পাটজাত পণ্য বিশ্ববাজারে রপ্তািন হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন