উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষা, ভর্তি ৫ এপ্রিল পর্যন্ত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (২০২৫ ব্যাচ) মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ভর্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।
ভর্তির যোগ্যতা
১. জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস/উত্তীর্ণ হতে হবে।
২. অথবা যেসব শিক্ষার্থীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের সনদ নেই, তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবে, এ ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম ১৪ বছর (৩১/১২/২০২৪ তারিখে)।
৩. আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি ৩০০ টাকা দিতে হবে।
৪. ভর্তি পরীক্ষার বিষয়, মানবণ্টন, তারিখ ও পরীক্ষাকেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র
১. দুই কপি ছবি, জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস/উত্তীর্ণের সনদ, জাতীয় পরিচয়পত্র /অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
২. ভর্তি ও অন্যান্য ফি: ৪ হাজার ৬৯৫ টাকা।
দরকারি তথ্য
১. অষ্টম শ্রেণি/সমমান পাসের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম, মাতা ও পিতার নাম এবং জন্মতারিখ প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধন অনুযায়ী এক হতে হবে।
২. জেএসসি/জেডিসি পাসের ক্ষেত্রে জেএসসি/জেডিসি সনদ অনুযায়ী হতে হবে। সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে।
৩. ২০০৯ সালের আগে অষ্টম শ্রেণি/সমমানের পাসের ক্ষেত্রে আবেদনকারীর জন্মতারিখ সর্বনিম্ন ৩১/১২/১৯৯৭ তারিখ হতে হবে।
৪. ভতি৴র বর্ধিত সময়: ৫ এপ্রিল ২০২৫।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd